Last Updated:
KL Rahul: ভারতের ওপেনার কেএল রাহুল ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন। ম্যাঞ্চেস্টারে বড় মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে ভারতীয় ওপেনার।

ভারতের ওপেনার কেএল রাহুল ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন। এখন পর্যন্ত তিনটি ম্যাচে ৩৭৫ রান করে তিনি অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে ভারতের পক্ষে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এই পারফরম্যান্স ভারতের টেস্ট স্কোয়াডে তাঁর অপরিহার্যতার প্রমাণ। ওল্ড ট্রাফোর্ডে আসন্ন চতুর্থ টেস্টেও কেএল রাহুলের ব্যাট থেকে বড় স্কোর দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
এই ম্যাচে রাহুলের সামনে রয়েছে এক বিশেষ ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করার সুযোগ। আন্তর্জাতিক ক্রিকেটে ৯,০০০ রান পূর্ণ করতে তাঁর দরকার আর মাত্র ৬০ রান। এখন পর্যন্ত ২১৮টি ম্যাচের ২৫৪ ইনিংসে তিনি ৮,৯৪০ রান করেছেন ৩৯.৭৩ গড়ে। তাঁর ঝুলিতে রয়েছে ১৯টি শতরান এবং ৫৮টি অর্ধশতরান, যার মধ্যে ১৯৯ রানের সর্বোচ্চ ইনিংসটি এসেছিল ইংল্যান্ডের বিরুদ্ধেই।
বিশেষ করে টেস্ট ফরম্যাটে রাহুলের ধারাবাহিকতা ভারতীয় ব্যাটিংকে শক্ত ভিত দিয়েছে। ৬১টি টেস্টে তাঁর সংগ্রহ ৩,৬৩২ রান, যেখানে রয়েছে ১০টি শতরান। চলতি সিরিজে ছয় ইনিংসে তিনি করেছেন ৩৭৫ রান, ৬২.৫০ গড়ে, যার মধ্যে দুটি শতরান রয়েছে। ইংল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত তাঁর গড় দাঁড়িয়েছে ৪১.২০, যা ১২টি টেস্টে ৯৮৯ রানের ফসল।
যদিও সীমিত ওভারের ক্রিকেটে রাহুলের রেকর্ড আরও উজ্জ্বল। ৮৫টি ওয়ানডেতে তাঁর সংগ্রহ ৩,০৪৩ রান, ৪৯.০৮ গড়ে। টি২০ আন্তর্জাতিকে তাঁর রেকর্ডও প্রশংসনীয়—৭২ ম্যাচে ২,২৬৫ রান, তবে ২০২২ সালের টি২০ বিশ্বকাপের পর তিনি এই ফরম্যাটে আর মাঠে নামেননি। ওল্ড ট্রাফোর্ডে রাহুল যদি তাঁর ফর্ম বজায় রাখতে পারেন, তাহলে ভারত সিরিজে ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ পাবে।
Kolkata,West Bengal
July 20, 2025 9:16 PM IST