ডিসেম্বরের শুরুতেও বাংলায় নেই শীত! তবে শীতের কামড় শুরু হতে চলেছে শিগগিরই। ইতিমধ্যেই মেঘলা আকাশের কারণে শীতের কড়াপাক ঠান্ডার স্পেল কিছুটা দ্বিধাগ্রস্ত। বাংলায় মেঘ কাটলে আস্তে আস্তে নামবে পারদ। পূর্বাভাস হাওয়া অফিসের। ঘূর্ণিঝড়ের প্রভাবে চড়েছে তাপমাত্রা। ৫ ডিসেম্বরের পর শীতের পূর্বাভাস। তবে কাশ্মীরে শুরু হয়ে গিয়েছে তুষারপাত।