Kashmir Pahalgam Attack: নিহত আইবি অফিসার মনীশরঞ্জন মিশ্রকে শ্রদ্ধা জানাতে ১২ ঘন্টা বন্‌ধ ঝালদায়

Kashmir Pahalgam Attack: নিহত আইবি অফিসার মনীশরঞ্জন মিশ্রকে শ্রদ্ধা জানাতে ১২ ঘন্টা বন্‌ধ ঝালদায়

Last Updated:

Kashmir Pahalgam Attack: ভূস্বর্গের বেড়াতে গিয়ে আর ফেরা হল না বাড়িতে। কাশ্মীরের জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ঝালদার মনীশ রঞ্জন মিশ্রা। এরই প্রতিবাদে পুরুলিয়ার ঝালদায় ১২ ঘন্টার বনধের ডাক দেওয়া হয়েছে। ঝালদার নাগরিক মঞ্চ ও ঝালদা ক্রিকেট অ্যাসোসিয়েশন এই বনধের ডাক দিয়েছে।

১২ ঘণ্টা বন্ধ ঝালদায়Kashmir Pahalgam Attack: নিহত আইবি অফিসার মনীশরঞ্জন মিশ্রকে শ্রদ্ধা জানাতে ১২ ঘন্টা বন্‌ধ ঝালদায়
১২ ঘণ্টা বন্ধ ঝালদায়

পুরুলিয়া: ভূস্বর্গের বেড়াতে গিয়ে আর ফেরা হল না বাড়িতে। কাশ্মীরের জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ঝালদার মনীশ রঞ্জন মিশ্রা। এরই প্রতিবাদে পুরুলিয়ার ঝালদায় ১২ ঘন্টার বনধের ডাক দেওয়া হয়েছে। ঝালদার নাগরিক মঞ্চ ও ঝালদা ক্রিকেট অ্যাসোসিয়েশন এই বনধের ডাক দিয়েছে। আর এই বনধের সমর্থন করেছে আপামর ঝালদাবাসী। বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই বনধ চলবে। এই বনধে ঝালদার মানুষজন স্বতঃস্ফূর্ত ভাবে শামিল হয়েছেন। সকাল থেকেই দোকানপাট বন্ধ। নিহত আইবি অফিসার তথা ঝালদার ঘরের ছেলে মনীশরঞ্জন মিশ্র-র বাড়িতে সকাল থেকেই মানুষজনদের ভিড়। ঝালদা নাগরিক মঞ্চের কর্মকর্তারাও তার বাড়িতে হাজির।

আরও পড়ুনঃ জঙ্গিহানায় বন্ধের মুখে কাশ্মীর পর্যটন! কত টাকা লস হবে? খতিয়ান দিল ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে মনীশরঞ্জন-র কফিনবন্দি দেহ ঝাড়খণ্ডের রাঁচির বিমানবন্দরে আসে। সেখানে সিআরপিএফ ক্যাম্পে শেষ শ্রদ্ধা জানানোর পর কফিনবন্দি মৃতদেহ ঝালদার বাড়িতে নিয়ে আসা হচ্ছে। পুরুলিয়া জেলা প্রশাসন এস্কর্ট করে ওই কফিন বন্দি মৃতদেহ নিয়ে আসবে। সাধারণ প্রশাসনের আধিকারিকরা সেখানে রয়েছেন। মৃতদেহ ঝালদায় এলে শেষ শ্রদ্ধাঞ্জলি জানিয়ে সেখানকার শ্মশানেই শেষকৃত্য সম্পন্ন হবে।

এইদিন ঝালদায় সেই সময় নিহতের বাড়িতে আসবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। থাকবেন শাসক দলের নেতারাও।

ছোটবেলা থেকেই সকলের প্রিয় মানীশ। অত্যন্ত মেধাবী হওয়ার পাশাপাশি কর্ম জগতে ও বিরাট সফলতা অর্জন করেছিলেন তিনি । প্রথমে কাস্টম অফিসার হিসেবে কাজ করতেন। তারপর একটি বেসরকারি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার ও তারপরেই আইবি অফিসারের ডিএসপি র‍্যাঙ্কে কর্মরত ছিলেন হায়দরাবাদে।সেখানে নিজের পরিবারকে নিয়ে থাকতেন তিনি।

আরও পড়ুনঃ একটা নয়, দুটো এসি লোকাল ট্রেন চলবে শিয়ালদহ থেকে! কোন কোন রুটে?

মনীশবাবু গত ১৫ তারিখ পরিবারকে নিয়ে প্রথমে বেনারসে উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এরপর সেখান থেকে ১৬ তারিখ কাশ্মীরের উদ্দেশ্যে যান। এই মর্মান্তিক ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন তার স্ত্রী জয়া মিশ্রা। তাঁর মানসিক অবস্থার এতটাই অবনতি ঘটে যে তাঁকে পেহেলগাঁও হাসপাতালে ভর্তি করতে হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকার পর। মনীশ বাবুর শবদেহ নিয়ে ফিরেছেন তিনি।‌

 শর্মিষ্ঠা ব্যানার্জি

Next Article

West Bengal Weather Update: টানা তাপপ্রবাহ ! হাঁসফাঁস দশা দক্ষিণবঙ্গে, বৃষ্টি আবার কবে হবে? জেনে নিন

Scroll to Top