Kasba Law College Case: বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিলেন কসবা ল কলেজের নির্যাতিতা ছাত্রী! বিশেষ ব্যবস্থাপনায় পরীক্ষা

Kasba Law College Case: বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিলেন কসবা ল কলেজের নির্যাতিতা ছাত্রী! বিশেষ ব্যবস্থাপনায় পরীক্ষা

Last Updated:

Kasba Law College Case: পরীক্ষা দিলেন কসবা ল কলেজের নির্যাতিতা ছাত্রী। বুধবার কলিকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলেন ওই ছাত্রী। কলকাতা বিশ্ববিদ্যালয় বিশেষ ভাবে পরীক্ষা নেওয়া হয়েছে নির্যাতিতা ছাত্রীর।

কসবা ল' কলেজKasba Law College Case: বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিলেন কসবা ল কলেজের নির্যাতিতা ছাত্রী! বিশেষ ব্যবস্থাপনায় পরীক্ষা
কসবা ল’ কলেজ

কলকাতা: পরীক্ষা দিলেন কসবা ল কলেজের নির্যাতিতা ছাত্রী। বুধবার কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিলেন ওই ছাত্রী। কলকাতা বিশ্ববিদ্যালয় বিশেষ ভাবে পরীক্ষা নেওয়া হয়েছে নির্যাতিতা ছাত্রীর।

বুধবার থেকে শুরু হয়েছে আইন বিভাগের প্রথম সেমিস্টারের পরীক্ষা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিশেষ জায়গার ব্যবস্থা করা হয়েছিল নির্যাতিতা ছাত্রীকে পরীক্ষা দেওয়ার জন্য। সেখানে এসেই পরীক্ষা দিলেন নির্যাতিতা ছাত্রী।

প্রসঙ্গত, কসবা ল কলেজে ওই ছাত্রীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ ওঠে তিন যুবকের বিরুদ্ধে। এই ঘটনার জেরে নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ। ধর্ষণের ঘটনায় মনোজিৎ, জায়েব এবং প্রমিতকে গ্রেফতার করা হয়, গ্রেফতার করা হয় সেই সময়ে দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীকেও।

কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণ কাণ্ডের তদন্তে ইতিমধ্যেই তদন্ত করছে কলকাতা পুলিশের ৯ সদস্যের বিশেষ তদন্তকারী দল। এই ঘটনায় কলেজ থেকে ৭ ঘণ্টার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করে পুলিশ। এছাড়াও একাধিক নথি উদ্ধার করা হয়। বর্তমানে জেল হেফাজতে রয়েছে চারজনই। এর মধ্যেই মানসিক এবং শারীরিক চাপ কাটিয়ে পরীক্ষা দিলেন নির্যাতিতা ছাত্রী।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Kasba Law College Case: বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিলেন কসবা ল কলেজের নির্যাতিতা ছাত্রী! বিশেষ ব্যবস্থাপনায় পরীক্ষা

Scroll to Top