Kasba Law College: কলেজ খুললেও কসবার  ‘প্লেস অফ অকারেন্স’ -এ বাড়তি নজর থাকবে পুলিশের… ইউনিয়ন রুম, গার্ড রুম বন্ধ

Kasba Law College: কলেজ খুললেও কসবার  ‘প্লেস অফ অকারেন্স’ -এ বাড়তি নজর থাকবে পুলিশের… ইউনিয়ন রুম, গার্ড রুম বন্ধ

Last Updated:

কলেজের সেই বিশেষ অংশ যেখানে অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগ, সেই জায়গাগুলো আপাতত খোলা হচ্ছে না। সেই জায়গাকে ‘প্লেস অফ অকারেন্স’ হিসেবে চিহ্নিত করে প্রথম দিন থেকেই সিল করে রাখা হয়েছে।

আর জি কর থেকে শিক্ষা, কলেজ খুললেও কসবার  'প্লেস অফ অকারেন্স' নিরাপত্তায় বাড়তি নজর পুলিশেরKasba Law College: কলেজ খুললেও কসবার  ‘প্লেস অফ অকারেন্স’ -এ বাড়তি নজর থাকবে পুলিশের… ইউনিয়ন রুম, গার্ড রুম বন্ধ
আর জি কর থেকে শিক্ষা, কলেজ খুললেও কসবার  ‘প্লেস অফ অকারেন্স’ নিরাপত্তায় বাড়তি নজর পুলিশের

কলকাতা: কসবা ল’ কলেজ খুললেও থাকবে অতিরিক্ত সতর্কতা ও কড়া নিরাপত্তা। কলেজের সেই বিশেষ অংশ যেখানে অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগ, সেই জায়গাগুলো আপাতত খোলা হচ্ছে না। সেই জায়গাকে ‘প্লেস অফ অকারেন্স’ হিসেবে চিহ্নিত করে প্রথম দিন থেকেই সিল করে রাখা হয়েছে। তদন্তে যাতে কোনও তথ্যপ্রমাণ নষ্ট না হয় বা কোনওরকম প্রভাব না পড়ে, তার জন্য আরজি কর মেডিক্যাল কলেজে ঘটে যাওয়া ঘটনার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আরও বেশি সতর্কতা অবলম্বন করা হয়েছে।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানা গিয়েছে, তদন্ত যতদিন চলবে ততদিন ঘটনাস্থলের নিরাপত্তায় বিশেষ নজর দেওয়া হবে। কলকাতা পুলিশের একজন ইন্সপেক্টরের নেতৃত্বে একটি বিশেষ টিম সিলড এলাকার নজরদারি রাখবে। মূলত কলেজের ইউনিয়ন রুম এবং গার্ড রুম – এই দুই জায়গাকেই এখনও পর্যন্ত সিল করে রাখা হয়েছে। সেখান থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্লু বা তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে তদন্তকারীরা।

ইতিমধ্যেই গোটা ঘটনাস্থল, অর্থাৎ ইউনিয়ন রুম এবং গার্ড রুমের 3D ম্যাপিং করা হয়েছে। যাতে পরবর্তীতে ঘটনাস্থলের 3D ইমেজ তদন্তের প্রয়োজনে দেখা সম্ভব হয়, সেই কারণেই এই ম্যাপিং করে রেখেছে পুলিশ। কিন্তু তাও ঘটনাস্থলের নিরাপত্তায় কোনরকম ঢিলে দিতে রাজি নয় পুলিশ। তাই কলেজ খুলে গেলেও এখনই নিরাপত্তা পুরোপুরি সরিয়ে নেওয়া হবেনা। খবর পুলিশ সূত্রে।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Kasba Law College: কলেজ খুললেও কসবার  ‘প্লেস অফ অকারেন্স’ -এ বাড়তি নজর থাকবে পুলিশের… ইউনিয়ন রুম, গার্ড রুম বন্ধ

Scroll to Top