Karun Nair : কেরিয়ার শেষ! আজই ভারতের জার্সিতে শেষ ম্যাচ! এই ভারতীয় ক্রিকেটারের ‘খেল খতম’

Karun Nair : কেরিয়ার শেষ! আজই ভারতের জার্সিতে শেষ ম্যাচ! এই ভারতীয় ক্রিকেটারের ‘খেল খতম’

Last Updated:

Karun Nair Off Form- ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে করুণ নায়ার সম্পূর্ণভাবে ব্যর্থ। এই সিরিজে এখনও পর্যন্ত ছয়টি ইনিংসে তিনি যথাক্রমে ০, ২০, ৩১, ২৬, ৪০ ও ১৪ রান করেছেন।

News18Karun Nair : কেরিয়ার শেষ! আজই ভারতের জার্সিতে শেষ ম্যাচ! এই ভারতীয় ক্রিকেটারের ‘খেল খতম’
News18

লন্ডন : অনেক হয়েছে আর নয়! আজই হয়তো টেস্ট কেরিয়ার শেষ ভারতের এক ক্রিকেটারের। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি ৫ ম্যাচের টেস্ট সিরিজে ভারতের একজন ব্যাটার এখনও পর্যন্ত টানা ব্যর্থ হয়ে চলেছেন।

ক্রমাগত খারাপ পারফর্ম করছেন তিনি। ফলে তাঁর টেস্ট কেরিয়ার এখন বিপদের মুখে। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শুরু হয়েছে, এই সিরিজে মারাত্মক ফ্লপ হওয়ার পর করুণ নায়ারকে হয়তো ভারতীয় টেস্ট ক্রিকেটে আর দেখা যাবে না। করুণ নায়ারকে ৮ বছর পর টেস্ট দলে ফেরানো হয়েছিল। কিন্তু তিনি সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। সুযোগ পেলেও তিনি একের পর এক ইনিংসে ব্যর্থ হন।

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে করুণ নায়ার সম্পূর্ণভাবে ব্যর্থ। এই সিরিজে এখনও পর্যন্ত ছয়টি ইনিংসে তিনি যথাক্রমে ০, ২০, ৩১, ২৬, ৪০ ও ১৪ রান করেছেন। করুণ নায়ারের এই ফ্লপ পারফরম্যান্সের কারণে ভারতের ব্যাটিং লাইনআপে বারবার উথাল-পাথাল পরিস্থিতি তৈরি হয়েছে।

আরও পড়ুন- ‘মাঝে মাঝে জীবন আমাদের ভিন্ন পথে নিয়ে যায়…’ কাশ্যপের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা সাইনার

বিশেষজ্ঞদের মতে, এই টেস্ট সিরিজ চলাকালীনই ইংল্যান্ড সফরে করুণ নায়ারের টেস্ট কেরিয়ার শেষ হয়ে যেতে পারে। ইংল্যান্ডের বিরুদ্ধে লিডস-এ অনুষ্ঠিত প্রথম টেস্টে করুণ নায়ার ৬ নম্বরে ব্যাট করতে নামেন। কিন্তু সেদিন তিনি ব্যর্থ হন। লিডস টেস্টের প্রথম ইনিংসে করুণ নায়ার শূন্য রানে আউট হয়ে যান। দ্বিতীয় ইনিংসে তিনি ৫৪ বল খেলে ২০ রান করে প্যাভিলিয়নে ফেরেন।

এর পর বার্মিংহ্যামে দ্বিতীয় টেস্টে তাঁর ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনে তাঁকে নম্বর-৩ পজিশনে পাঠানো হয়। তবুও তিনি ব্যর্থ হন। বার্মিংহ্যাম টেস্টের প্রথম ইনিংসে করুণ নায়ার ৩১ রান করে আউট হন। দ্বিতীয় ইনিংসে তিনি ২৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন।

ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাকে লর্ডস টেস্টে আরেকটি সুযোগ দেয়, তবে করুণ নায়ার এবারও বিশেষ কিছু করতে পারেননি। লর্ডস টেস্টের প্রথম ইনিংসে তিনি ৪০ রান করে আউট হন। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪ রান করেই ফিরে যান।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)-এর সিলেকশন কমিটি ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে করুণ নায়ারকে সুযোগ দিয়ে যেন নিজেদের পায়ে কুড়ুল মেরেছে। করুণ নায়ারের খারাপ পারফরম্যান্সের কারণে টিম ইন্ডিয়াকে এই সিরিজে বড়সড় ক্ষতির মুখে পড়তে হয়েছে।

শ্রেয়স আইয়ার এবং সরফরাজ খানের মতো ইন-ফর্ম ব্যাটারদের উপেক্ষা করে BCCI-এর নির্বাচকরা করুণ নায়ারকে টেস্ট দলে জায়গা দিয়েছিলেন। কিন্তু করুণ নায়ার সেই বিশ্বাসের যোগ্যতা প্রমাণ করতে পারেননি।

বাংলা খবর/ খবর/খেলা/

Karun Nair : কেরিয়ার শেষ! আজই ভারতের জার্সিতে শেষ ম্যাচ! এই ভারতীয় ক্রিকেটারের ‘খেল খতম’

Scroll to Top