Karnataka News: বেতন পেতেন ১৫ হাজার, নিজের নামে ২৪টি বাড়ি, ৩০ হাজার কোটির সম্পত্তি! অভিযানে গিয়ে তাজ্জব গোয়েন্দারাই

Karnataka News: বেতন পেতেন ১৫ হাজার, নিজের নামে ২৪টি বাড়ি, ৩০ হাজার কোটির সম্পত্তি! অভিযানে গিয়ে তাজ্জব গোয়েন্দারাই

Last Updated:

কর্ণাটকের লোকায়ুক্তের আধিকারিকরা সম্প্রতি আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি রয়েছে, এরকম সরকারি কর্মীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন৷

কর্ণাটক সরকারের অভিযুক্ত প্রাক্তন কর্মী৷ Karnataka News: বেতন পেতেন ১৫ হাজার, নিজের নামে ২৪টি বাড়ি, ৩০ হাজার কোটির সম্পত্তি! অভিযানে গিয়ে তাজ্জব গোয়েন্দারাই
কর্ণাটক সরকারের অভিযুক্ত প্রাক্তন কর্মী৷

রাজ্য সরকারি অফিসের সাধারণ একজন প্রাক্তন ক্লার্ক৷ তাঁর বাড়িতে হানা দিয়েই খোঁজ মিলল ৩০ কোটি টাকার সম্পত্তির৷!

অভিযুক্ত ওই প্রাক্তন সরকারি কর্মীর নাম কালাকাপ্পা নিডাগুন্ডি৷ তিনি কর্ণাটকর রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড (কেআরআইডিএল)-এর প্রাক্তন ক্লার্ক ছিলেন৷ শুক্রবার তাঁর বাড়িতে হানা দেয় কর্ণাটক লোকায়ুক্তের একটি দল৷ সেই তল্লাশিতেই অবসরপ্রাপ্ত ওই সরকারি কর্মীর নামে চব্বিশটি বাড়ি, চারটি জমি এবং আরও ৪০ একর কৃষিজমির খোঁজ মিলেছে৷ অথচ চাকরি করার সময় তাঁর বেতন ছিল মাত্র ১৫ হাজার টাকা৷

এ ছাড়াও তল্লাশিতে চারটি গাড়ি, ৩৫০ গ্রাম সোনা এবং ১.৫ কেজি রুপো উদ্ধার করা হয়েছে৷ নিজের, নিজের স্ত্রী এবং ভাইয়ের নামে এই সমস্ত সম্পত্তি কিনেছিলেন তিনি৷

অভিযোগ, কেআরআইডিএল-এর একজন ইঞ্জিনিয়ারের সঙ্গে মিলে ৯৬টি অসমাপ্ত প্রকল্পের নথি জাল করে ৭২ কোটি টাকা সরিয়ে নিয়েছিলেন কর্ণাটক সরকারের এই প্রাক্তন কর্মী৷

কর্ণাটকের লোকায়ুক্তের আধিকারিকরা সম্প্রতি আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি রয়েছে, এরকম সরকারি কর্মীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন৷ সেই তল্লাশি অভিযানেই এবার ফাঁস হল কর্ণাটক সরকারের ওই প্রাক্তন ক্লার্কের কীর্তি৷

বাংলা খবর/ খবর/দেশ/

Karnataka News: বেতন পেতেন ১৫ হাজার, নিজের নামে ২৪টি বাড়ি, ৩০ হাজার কোটির সম্পত্তি! অভিযানে গিয়ে তাজ্জব গোয়েন্দারাই

Scroll to Top