Kapil Sharma News: এ কী করলেন কপিল শর্মা! শোয়ে অতিথি ডেকে তাঁদের সঙ্গে এমন ব্যবহার? মুখ খুললেন অবশেষে

Kapil Sharma News: এ কী করলেন কপিল শর্মা! শোয়ে অতিথি ডেকে তাঁদের সঙ্গে এমন ব্যবহার? মুখ খুললেন অবশেষে

Kapil Sharma News: এ কী করলেন কপিল শর্মা! শোয়ে অতিথি ডেকে তাঁদের সঙ্গে এমন ব্যবহার? মুখ খুললেন অবশেষে

সম্প্রতি নতুন ছবি ‘বেবি জন’-এর প্রচারে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে হাজির হয়েছিলেন ‘জওয়ান’ খ্যাত অ্যাটলি কুমার। কপিল অ্যাটলির চেহারা নিয়ে কিছু প্রশ্ন করেন। সেখান থেকেই ঘটনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়া ইউজারদের দাবি, এমন প্রশ্ন করে পরিচালককে অপমান করেছেন কপিল।

এক্স প্ল্যাটফর্মে এক ইউজার লিখেছেন, “কপিল শর্মা কী অ্যাটলির চেহারা নিয়ে সূক্ষভাবে অপমান করলেন? তবে বসের মতো জবাব দিয়েছেন অ্যাটলি: বাহ্যিক চেহারা দিয়ে বিচার করবেন না, হৃদয় দিয়ে বিচার করুন।” সঙ্গে অ্যাটলি এবং কপিল শর্মা হ্যাশট্যাগ। অ্যাটলি আর কপিলের কথোপকথনের ভিডিওটিও শেয়ার করেন তিনি।

আরও পড়ুনLaapataa Ladies Out of Oscar: স্বপ্ন শেষ, অস্কার থেকে ছিটকে গেল আমিরের লাপতা লেডিজ, কেন এমন ছবি পাঠান? উঠল প্রশ্ন

কড়া ভাষায় এর জবাব দিয়েছেন কপিল শর্মা। তিনি লিখেছেন, “প্রিয় স্যর, এই ভিডিওতে চেহারা নিয়ে আমি কী বলেছি, কখন বলেছি, কোথায় বলেছি, একটু বুঝিয়ে বলুন তো। দয়া করে সোশ্যাল মিডিয়ায় ঘৃণা ছড়াবেন না।” সঙ্গে সোশ্যাল মিডিয়া ইউজার এবং দর্শকদের উদ্দেশ্যে কপিল লেখেন, “বন্ধুরা আগে নিজে দেখুন, তারপর সিদ্ধান্ত নিন। ভেড়ার মতো কারও ট্যুইট নিয়ে নাচানাচি করা ঠিক নয়।”

যে ক্লিপ নিয়ে এত বিতর্ক, তাতে কপিল অ্যাটলিকে জিজ্ঞেস করছেন, “অ্যাটলি স্যর, আপনার অল্প বয়স। এই বয়সে আপনি এত বড় প্রযোজক, পরিচালক হয়েছেন। কখনও এমন হয়েছে, প্রথম কোনও তারকার সঙ্গে দেখা করতে গেলেন, আর তিনি আপনাকে চিনতেও পারলেন না। তাঁরা খুঁজছেন ‘কোথায় অ্যাটলি’।”

জবাবে স্মিত হেসে অ্যাটলি বলেন, “আপনি কী বলতে চাইছেন আমি বুঝেছি। চেষ্টা করব উত্তর দেওয়ার। আসলে আমি এআর মুরুগাদোস স্যরের কাছে কৃতজ্ঞ। তিনি আমার প্রথম ছবি প্রযোজনা করেছিলেন। শুধু স্ক্রিপ্ট চেয়েছিলেন। আমায় কেমন দেখতে, আমি এর যোগ্য কি না, এসব কিছু দেখেননি। আমার গল্প বলার ঢঙ তাঁর পছন্দ হয়েছিল। আমিও মনে করি বিশ্বকে সেটাই দেখানো উচিত। বাহ্যিক চেহারা দিয়ে কাউকে বিচার করা ঠিক নয়। হৃদয় দিয়ে বিচার করতে হবে।”

২০১৩ সালে তামিল ছবি ‘রাজা রানী’-এর হাত ধরে পরিচালনার জগতে পা রাখেন অ্যাটলি। ছবির প্রযোজক ছিলেন এআর মুরুগাদোস। অভিনয় করেছিলেন জয়, আর্যা, নয়নতারা, নাজরিয়া নাজিম প্রমুখ। অ্যাটলির ঝুলিতে বেশ কিছু হিট সিনেমাও রয়েছে। এর মধ্যে ‘থেরি’, ‘মার্শাল’, ‘বিগিল’, ‘জওয়ান’ অন্যতম।

বাংলা খবর/ খবর/বিনোদন/

Kapil Sharma News: এ কী করলেন কপিল শর্মা! শোয়ে অতিথি ডেকে তাঁদের সঙ্গে এমন ব্যবহার? মুখ খুললেন অবশেষে

Scroll to Top