Kankalitala Temple: প্রবল বৃষ্টিতে জলে ডুবেছে কঙ্কালীতলা মন্দির! আবহাওয়া উন্নতির আশায় মন্দির কর্তৃপক্ষ

Kankalitala Temple: প্রবল বৃষ্টিতে জলে ডুবেছে কঙ্কালীতলা মন্দির! আবহাওয়া উন্নতির আশায় মন্দির কর্তৃপক্ষ

Last Updated:

মঙ্গলবার থেকে টানা লাগামছাড়া বৃষ্টিপাত, আর এই প্রবল বৃষ্টির জেরে এবার বিপর্যস্ত হয়ে পড়েছে কঙ্কালীতলার সতীপীঠ।

+

Kankalitala Temple: প্রবল বৃষ্টিতে জলে ডুবেছে কঙ্কালীতলা মন্দির! আবহাওয়া উন্নতির আশায় মন্দির কর্তৃপক্ষ

এক হাঁটু জল

সৌভিক রায়, বীরভূম: মঙ্গলবার থেকে টানা লাগামছাড়া বৃষ্টিপাত, আর এই প্রবল বৃষ্টির জেরে এবার বিপর্যস্ত হয়ে পড়েছে কঙ্কালীতলার সতীপীঠ। লাগাতার বৃষ্টির কারণে কোপাই নদীর জলস্তর বিপদসীমার ওপরে উঠে গেছে,যার ফলে সতীপীঠ কঙ্কালীতলার মন্দির চত্বর সম্পূর্ণভাবে জলমগ্ন হয়ে পড়েছে। কঙ্কালীতলা এলাকাটি একদিকে ঐতিহাসিক এবং ধর্মীয় কারণে গুরুত্বপূর্ণ,তাই এই পরিস্থিতি ভক্তদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

বীরভূমের মধ্যে যে পাঁচটি সতীপীঠ রয়েছে তার মধ্যে অন্যতম এই কঙ্কালীতলা মন্দির। বীরভূমের বোলপুর শান্তিনিকেতন ভ্রমণের পর প্রতিদিন কঙ্কালীতলা সতীপীঠে বহু ভক্ত পুজো দিতে আসেন,তবে নদীর জলবৃদ্ধির কারণে মন্দিরে প্রায় এক হাঁটু পর্যন্ত জল জমে গেছে,ফলে মন্দিরে প্রবেশ করার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন সকলেই। এর ফলে সমস্ত পুজো- অর্চনা এবং ধর্মীয় কার্যক্রম করতে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এই পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক না হলে মন্দিরের দৈনন্দিন কার্যক্রমে দীর্ঘমেয়াদী সমস্যা দেখা দিতে পারে। বন্ধ হয়ে যেতে পারে মন্দিরের পুজো।

স্থানীয় প্রশাসন এবং মন্দির কর্তৃপক্ষ জল নিষ্কাশনের জন্য ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে,তবে নদীর অবিরাম জলবৃদ্ধি এবং বৃষ্টির কারণে তাৎক্ষণিক সমাধান সম্ভব হচ্ছে না। ভক্তদের নিরাপত্তা এবং মন্দিরের রক্ষার্থে প্রশাসন সতর্ক রয়েছে, তবে পরিস্থিতি আরও খারাপ হলে বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করা হতে পারে।

অনেকেই দূর-দূরান্ত থেকে আসা সত্ত্বেও পুজো দেওয়ার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন। মন্দিরের আশেপাশের দোকানপাট এবং স্থানীয় ব্যবসায়ীরাও সমস্যায় পড়েছেন, কারণ জলমগ্ন অবস্থার কারণে ব্যবসা বন্ধ হতে চলেছে। এই জলবৃদ্ধির সমস্যা দীর্ঘস্থায়ী হলে মন্দির চত্বরের ক্ষতির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আশঙ্কা করা হচ্ছে যদি আবার বৃষ্টিপাত হয় তাহলে সমস্যা আরও বৃদ্ধি পাবে।

Scroll to Top