Kali Puja 2024: রাম মন্দির এবার আলিপুরদুয়ারে, কালীপুজোর রাতে ঢল নামল দর্শনার্থীদের! দেখুন

Kali Puja 2024:  রাম মন্দির এবার আলিপুরদুয়ারে, কালীপুজোর রাতে ঢল নামল দর্শনার্থীদের! দেখুন

Last Updated:

Kali Puja 2024: প্রতি বছরের মতো এবছরও জেলার অন্যতম বড় পুজোর আয়োজন করছে আলিপুরদুয়ার রেলওয়ে বিল্ডার্স আ্যসোসিয়েশন।

X

Kali Puja 2024:  রাম মন্দির এবার আলিপুরদুয়ারে, কালীপুজোর রাতে ঢল নামল দর্শনার্থীদের! দেখুন

মন্ডপ সজ্জা

আলিপুরদুয়ার: প্রতি বছরের মতো এবছরও জেলার অন্যতম বড় পুজোর আয়োজন করছে আলিপুরদুয়ার রেলওয়ে বিল্ডার্স আ্যসোসিয়েশন। গত বছর বেঙ্গালুরু নিয়ে গেলেও এবছর এই পুজো উদ্যোক্তারা নিয়ে যাচ্ছেন অযোধ্যায়।

সেখানের রাম মন্দিরের আদলে এনএফ রেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশন মণ্ডপ তৈরি হয়েছে আলিপুরদুয়ার জংশন ডিআরএম মাঠে। ১৭০ ফুট চওড়া এবং ৮০ ফুট উচ্চতার এই মণ্ডপের কাঠামো তৈরি, কাপড় লাগানোর কাজ শেষ।

আরও পড়ুন: মাথার ‘খাবার’ কোন ড্রাই ফ্রুট জানেন? নিয়মিত একটা খেলেই মারণরোগের দফারফা! জানুন ডাক্তারের পরামর্শ

সবমিলিয়ে খরচ হয়েছে প্রায় আধ কোটি টাকারও বেশি। যদিও পুজোর বাজেট নিয়ে খুব বেশি কথা বলতে নারাজ রেলের ঠিকাদাররা। পুজোর কিন্তু মূল আকর্ষণই মণ্ডপ। আলিপুরদুয়ারের শিল্পী বাবাই পাল এবং আসানসোলের শিল্পী তাপস হাজরা মিলে এই মণ্ডপ তৈরির কাজ করছেন। ডিআরএম মাঠে গিয়ে দেখা যায়, মণ্ডপ তৈরি।

আরও পড়ুন: স্বপ্নে উঁচু থেকে পড়ে যান বার বার? আচমকা শরীর কেঁপে ওঠে? কী অর্থ এমন স্বপ্নের! কীসের ইঙ্গিত জানুন

কাপড়, প্লাই লাগানোর ধরন দেখে মনে হবে সিমেন্টের কাজ। একইসঙ্গে ১১০টি পিলার থাকছে ফাইবারের। যেগুলোও দেখতে সিমেন্টের মতোই হবে। সব মিলিয়ে প্রায় ৫০ হাজার মূর্তি লাগানো হয়েছে। পুজোর দিনগুলিতে থাকছে অনুষ্ঠানের আয়োজন। এই মণ্ডপ দেখতে মানুষের ঢল নামে উদ্বোধনের দিন থেকে।

Annanya Dey

Scroll to Top