Last Updated:
মদনমোহন মন্দিরের কাঠামিয়া মন্দিরেই নির্মাণ করা হয় এই দেবীর প্রতিমা। তারপর আবার সেই স্থানেই করা হয় বড় তারা দেবীর পুজো।
বড় তারা মা
কোচবিহার: জেলা কোচবিহারের বড় তারা কালী দেবীর পুজো। দীর্ঘ সময় ধরে এই পুজো হয়ে আসছে মদনমোহন বাড়িতে। রাজ আমলে মদনমোহন বাড়ি প্রতিষ্ঠার পর থেকেই এই পুজো হয়ে আসছে এখানে। দীপাবলির অমাবস্যার পূর্ণ তিথিতে রাতে বড় তারা মায়ের পুজো করা হয়। মদনমোহন মন্দিরের কাঠামিয়া মন্দিরেই নির্মাণ করা হয় এই দেবীর প্রতিমা। তারপর আবার সেই স্থানেই করা হয় বড় তারা দেবীর পুজো। ভয়ংকর দর্শন এই দেবীর পুজোর নিয়ম-রীতি অন্যান্য সকল কালী পুজোর থেকে একেবারেই আলাদা
মদনমোহন বাড়ির পুরোহিত শিবকুমার চক্রবর্তী জানান, “দীর্ঘ সময় ধরে রাজ আমলের রীতি মেনেই এই পুজোর আয়োজন করা হয়ে আসছে। একটা সময় এই পুজোর সমস্ত দায়িত্বভার সামলাতেন মহারাজারা। তবে বর্তমানে এই পুজোর দায়িত্বভার সামলান দেবোত্তর ট্রাস্ট বোর্ডের কর্মকর্তারা। এখানে বড় তারা মায়ের প্রতিমা অনেকটাই বড় আকারে তৈরি হয়। সাধারণ দেবীর কালীর অন্যান্য প্রতিমার চাইতে একেবারেই আলাদা হয় এই প্রতিমা। এছাড়া দেবীর পুজোয় রয়েছে বিশেষ কিছু বিশেষত্ব। দেবীর ভোগের নিয়ম অনেকটাই আলাদা হয়ে থাকে এখানে।”
আরও পড়ুন: মাত্র ৬০ টাকা মূল্যের কম্বো অফার! এত সুন্দর সুস্বাদু খাবার কোথায় মিলছে জানেন?
কোচবিহার মদনবাড়িতে আসা এক ভক্ত বেদশ্রুতি দত্ত জানান, “জেলার এই মন্দির রাজ আমলের ঐতিহ্যবাহী মন্দির। বড় তারা মায়ের পুজো উপলক্ষ্যে দূর-দুরান্তের বহু মানুষ আসেন এই মন্দিরে। পুজোর সময় বহু মানুষ উপস্থিত থাকেন। তিনিও দীর্ঘ সময় ধরে মন্দিরে আসেন পুজোর সময়। পুজোর নিয়ম রীতি রাজ আমলের পুরোনো। তাই এই নিয়ম বেশিরভাগ একেবারেই আলাদা। তাই এই পুজোয় আসতে তাঁর অনেকটাই ভাল লাগে।”
আরও পড়ুন: খাবার খান এই নিয়মে! মাত্র কয়েক দিনেই ঝট করে কমে যাবে ওজন!
জেলা কোচবিহারের অন্যতম প্রাচীন কালী পুজো এই বড় তারা মায়ের পুজো। দীর্ঘ সময়ের প্রাচীন এই কালী পুজোয় বহু মানুষ ছুটে আসেন মদনমোহন বাড়ি মন্দিরে। ভক্তদের কাছে এই পুজোর মাহাত্ম্য অনেকটাই বেশি লক্ষ্য করা যায়। তবে শুধু মাটির প্রতিমা নয়। মন্দিরের বড় তারা মায়ের পুজোও করা হয় একই দিনে। ফলে দীপাবলির অমাবস্যা তিথিতে মন্দির ভক্ত ভরে ওঠে।
Sarthak Pandit
Kolkata,Kolkata,West Bengal
October 31, 2024, 5:02 PM IST