02

*আলিপুর হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, আজ সোমবার দক্ষিণবঙ্গের পশ্চিমী জেলার পাশাপাশি উপকূলবর্তী জেলা ও কলকাতা সংলগ্ন জেলাগুলিতে দাবদাহ চলবে। কোনও কোনও জেলায় দাবদাহের পরিস্থিতি। বিশেষ করে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে তাপপ্রবাহ চলবে ১৯ তারিখ পর্যন্ত। তারপর আবহাওয়া বদল। সংগৃহীত ছবি।