Last Updated:
মন্দিরের ভিতরে পাথরের ফলকে খোদাই করে হিন্দুদের পাশাপাশি মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের নামও লেখা রয়েছে।
বিশ্বজিৎ হালদার, কাকদ্বীপ: পশ্চিমবঙ্গের কাকদ্বীপে সর্বধর্ম সমন্বয়ে সম্প্রীতির বার্তা দিলেন এলাকাবাসী। মন্দির নির্মাণের জন্য এগিয়ে এলেন হিন্দু, মুসলিম, খ্রিস্টান সম্প্রদায়ের সাধারণ মানুষ।
জানা গিয়েছে, কাকদ্বীপের হাসপাতাল মোড়ের কাছে বিশালাক্ষী ও ভবতারিণী দেবীর মন্দির নির্মাণ করতে হিন্দুদের পাশপাশি বহু মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের সাধারণ মানুষ আর্থিক অনুদান তুলে দেন। মন্দিরের ভিতরে পাথরের ফলকে খোদাই করে হিন্দুদের পাশাপাশি মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের নামও লেখা রয়েছে। তাঁদের দেওয়া অনুদানের প্রায় দুই কোটি টাকা ব্যয়ে মন্দিরটি নির্মাণ করা হয়েছে।
আরও পড়ুন: ‘চোখের বদলা চোখ নয়!’ সঞ্জয়কে কেন প্রাণদণ্ড দিলেন না, নির্দেশনামায় ব্যাখ্যা দিলেন বিচারক
মন্দিরের উদ্বোধন করেন বেলুর মঠের স্বামী ব্রজেশানন্দজী মহারাজ। উপস্থিত ছিলেন, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার, কাকদ্বীপ ও মন্দিরবাজারের বিধায়ক মন্টুরাম পাখিরা এবং জয়দেব হালদার।
রবিবার মন্দিরের শুভ উদ্বোধনকে কেন্দ্র করে বিশ্ব শান্তি যজ্ঞের আয়োজন করা হয়। প্রায় ১৫০ কেজি কাঠ ও ৪০ কেজি ঘি পোড়ানো হয়।
Kolkata,West Bengal
January 21, 2025 1:42 AM IST
২০ হাজার টোটোর ‘ব্যবস্থা’ হয়ে গেল, টোটোচালকদের জন্য বিরাট সিদ্ধান্ত প্রশাসনের