Last Updated:
Kajol: যারপরনাই বিরক্ত হয়ে বলে বসেন যে, “এখন কি এটা আমায় হিন্দিতে বলতে হবে? যিনি বুঝতে চাইবেন, তিনি ঠিকই বুঝতে পারবেন!”

মুম্বই: সম্প্রতি মুম্বইয়ের এক অনুষ্ঠানে হিন্দিতে কথা বলতে অস্বীকার করেছেন অভিনেত্রী কাজল। যা নিয়ে তাজ্জব বনে গিয়েছেন ভক্তরাও। আসলে ওই অনুষ্ঠানে গিয়ে মরাঠি ভাষায় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন কাজল। সেই সময় এক পাপারাৎজি তাঁকে হিন্দিতে কিছু বলার জন্য অনুরোধ করেছিলেন। আর এতেই বেজায় চটে যান কাজল। যারপরনাই বিরক্ত হয়ে বলে বসেন যে, “এখন কি এটা আমায় হিন্দিতে বলতে হবে? যিনি বুঝতে চাইবেন, তিনি ঠিকই বুঝতে পারবেন!”