Joy Bangla: শুভেন্দুর সামনে সাহসে বলেছিলেন ‘জয় বাংলা’! তারপরেই বিরাট চমক! সেই মইদুলের বাড়িতে কে গেল জানেন? চমকে উঠবেন শুনে

Joy Bangla: শুভেন্দুর সামনে সাহসে বলেছিলেন ‘জয় বাংলা’! তারপরেই বিরাট চমক! সেই মইদুলের বাড়িতে কে গেল জানেন? চমকে উঠবেন শুনে

Last Updated:

Joy Bangla: শনিবার বিকেলে সেই দলীয় কর্মীর বাড়ি গিয়ে ধন্যবাদ জানালেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

নজরে মইদুল!Joy Bangla: শুভেন্দুর সামনে সাহসে বলেছিলেন ‘জয় বাংলা’! তারপরেই বিরাট চমক! সেই মইদুলের বাড়িতে কে গেল জানেন? চমকে উঠবেন শুনে
নজরে মইদুল!

খানাকুল: বাংলার রাজনীতিতে ফের উত্তাপ ছড়িয়েছেজয় বাংলা’ স্লোগান। রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই স্লোগানকে বাংলাদেশের বলে উল্লেখ করে সরাসরি তা প্রত্যাখ্যান করেছেন। শুভেন্দুর দাবি, ‘জয় বাংলা’ ভারতের স্লোগান নয়, এটি বাংলাদেশের। বাংলাদেশের স্লোগান ভারতে চলবে নাএদিকে ‘জয় বাংলা’ স্লোগান তুলে রাতারাতি ‘সেলিব্রিটি‘ হয়ে উঠেছেন খানাকুল হেলান মুন্সীপাড়ার তৃণমূল সমর্থক মইদুল মুন্সী

শনিবার বিকেলে সেই দলীয় কর্মীর বাড়ি গিয়ে ধন্যবাদ জানালেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। খানাকুলের বন্যা সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করতে গিয়েছিলেন ফিরহাদ। সেই মিটিং শেষ করেই তিনি যান মইদুলের বাড়িতে

উল্লেখ্য, গত বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগান তুলেছিলেন মইদুল। তা শুনে শুভেন্দু ব্যাপক চটে যান। গাড়ি থেকে নেমে এসে মইদুলের কাছে ‘জয় বাংলা’ বলার জন্য কৈফিয়ত চান। পাশাপাশি মইদুলকেজয় শ্রীরাম‘ বলতে বলেন। কিন্তু মইদুল পুনরায় ‘জয় বাংলা’ বললে তাকে ‘রোহিঙ্গা‘ বলে কটাক্ষ করেছিলেন বিরোধী দলনেতা

হেলান বাসস্ট্যান্ড এর মতো জনবহুল জায়গায় এই ঘটনা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। রাতারাতি তৃণমূল নেতৃত্বের নজরে পড়েন মইদুল। শনিবার হঠাৎ করেই ফিরহাদ হাকিম তার বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে তিনি বলেন, “আমরা ‘জয় বাংলা’ বলব, তাতে যদি প্রাণ যায় যাবে। মোদি, যোগী বা অমিত শাহ মারলে মারুক।”

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Joy Bangla: শুভেন্দুর সামনে সাহসে বলেছিলেন ‘জয় বাংলা’! তারপরেই বিরাট চমক! সেই মইদুলের বাড়িতে কে গেল জানেন? চমকে উঠবেন শুনে

Scroll to Top