Last Updated:
হুগলিতে বসেছে এবার কেরিয়ার মেলা! শুনতে অবাক লাগলেও এমনই এক অভিনব মেলার আয়োজন করা হয়েছিল মগরার শ্রী গোপাল বন্দ্যোপাধ্যায় কলেজের প্রাঙ্গণে।
মগরায় বসেছে চাকরির মেলা
হুগলির: হুগলিতে বসেছে এবার কেরিয়ার মেলা! শুনতে অবাক লাগলেও এমনই এক অভিনব মেলার আয়োজন করা হয়েছিল মগরার শ্রী গোপাল বন্দ্যোপাধ্যায় কলেজের প্রাঙ্গণে। উল্লেখযোগ্য কেরিয়ার মেলার অংশগ্রহণ করেছিল বহু কলেজের ছাত্র-ছাত্রীরা।
দুই দিনব্যাপী কেরিয়ার মেলায় ১৪টি প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন, যারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে মূল্যবান পরামর্শ প্রদান করেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সরকারি কলেজগুলোতে এই ধরনের কেরিয়ার মেলার আয়োজন শুরু হয়েছে, যা পূর্বে বেশিরভাগ বেসরকারি কলেজের মধ্যেই সীমাবদ্ধ ছিল।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
আরও পড়ুন: টাকা, সাফল্য হাতের মুঠোয়! এই তারিখগুলিতে জন্ম নিলেই কোটিপতি হওয়া কেউ আটকাতে পারবে না
কেরিয়ার মেলার উদ্বোধনকালে কলেজের অধ্যক্ষ বলেন, “ছাত্রদের কর্মসংস্থান এবং কেরিয়ারর জন্য সঠিক দিকনির্দেশনার প্রয়োজনীয়তা তুলে ধরে এই মেলার আয়োজন করা হয়েছে, যাতে তারা কোথাও ঘুরতে না গিয়ে এখানে সঠিক পথনির্দেশনা পেতে পারে।” তিনি আশা প্রকাশ করেন যে, এই ধরনের মেলা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ এবং প্রেরণা জোগাবে।
এছাড়া, কালনা কলেজের ছাত্রী কবিতা দালান এবং সায়ানি হালদার জানান, “রাজ্যের সমস্ত সরকারি কলেজে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন ছাত্রদের জন্য অত্যন্ত উপকারী হবে। এতে তাদের কেরিয়ারের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা পাওয়া যাবে।” এটি স্পষ্ট যে, এই ধরনের কেরিয়ার মেলার মাধ্যমে শিক্ষার্থীরা কর্মসংস্থানের বিষয়ে সচেতন হয়ে এবং সঠিক পরামর্শ পেয়ে তাদের ভবিষ্যৎ গড়ার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারবেন।
রাহী হালদার
Kolkata,West Bengal
December 14, 2024 4:47 PM IST