Jharkhand Exit Poll 2024: ক্ষমতা হারাচ্ছেন সোরেন, ঝাড়খণ্ডে ফিরতে পারে বিজেপি সরকার! ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়

Jharkhand Exit Poll 2024: ক্ষমতা হারাচ্ছেন সোরেন, ঝাড়খণ্ডে ফিরতে পারে বিজেপি সরকার! ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়

Last Updated:

Jharkhand Exit Poll 2024: পোল অফ পোলসের সমীক্ষা অনুযায়ী, বিজেপির জোট ঝাড়খণ্ডে ৪২-৪৮টি আসনে জিততে পারে।

কী ঘটতে চলেছে ঝাড়খণ্ডে?Jharkhand Exit Poll 2024: ক্ষমতা হারাচ্ছেন সোরেন, ঝাড়খণ্ডে ফিরতে পারে বিজেপি সরকার! ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়
কী ঘটতে চলেছে ঝাড়খণ্ডে?

রাঁচি: ক্ষমতা বজায় রাখতে মরিয়া লড়াই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা জেএমএম প্রার্থী হিমন্ত সোরেনের। কিন্তু বুথ ফেরত সমীক্ষার সামনে আসতেই যে চিত্র দাঁড়াচ্ছে, তাতে ক্ষমতা হারাচ্ছেন সোরেন। অপরদিকে, ক্ষমতায় আসার ইঙ্গিত পাচ্ছে বিজেপি তথা এনডিএ জোট।

পোল অফ পোলসের সমীক্ষা অনুযায়ী, বিজেপির জোট ঝাড়খণ্ডে ৪২-৪৮টি আসনে জিততে পারে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ১৬-২৩টি আসনে জিততে পারে। কংগ্রেস জিততে পারে ৮-১৪টি আসনে। আজসু দুটি থেকে পাঁচটি আসনে জিততে পারে। বিধানসভা ভোটে বিজেপি ও আজসুর জোট আছে। আর ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেসের জোট আছে।

আরও পড়ুন: পেরতে পারে ১৭৫ আসন, মহারাষ্ট্রে ক্ষমতা ধরে রাখার পথে বিজেপি-শিন্ডে জোট! ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষার

ম্যাজিক ফিগার ৪২। ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোট বনাম এনডিএর মধ্যে মূলত লড়াই হচ্ছে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম), কংগ্রেস এবং আরজেডি-সহ INDIA জোটে আরও কয়েকটি ছোট দল রয়েছে। যেখানে এনডিএতে রয়েছে বিজেপি, এজেএসইউ, জেডিইউ এবং এলজেপি। বর্তমানে এখানে ইন্ডিয়া জোট সরকারে রয়েছে। কিন্তু বুথ ফেরত সমীক্ষা অনুসারে, এবার ক্ষমতায় আসতে চলেছে বিজেপি জোট।

বাংলা খবর/ খবর/দেশ/

Jharkhand Exit Poll 2024: ক্ষমতা হারাচ্ছেন সোরেন, ঝাড়খণ্ডে ফিরতে পারে বিজেপি সরকার! ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়

Scroll to Top