Jhargram News: ফুটবল-ক্রিকেটের পাশাপাশি জঙ্গলমহলে প্রচলন বাড়ছে দাবা খেলার, নেওয়া হচ্ছে উদ্যোগ

Jhargram News: ফুটবল-ক্রিকেটের পাশাপাশি জঙ্গলমহলে প্রচলন বাড়ছে দাবা খেলার, নেওয়া হচ্ছে উদ্যোগ

Last Updated:

Jhargram News: যুব সমাজের মস্তিষ্ক বিকাশের লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন ।ঝাড়গ্রাম শহরের ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশনে এই খেলার আয়োজন করে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন।

X

Jhargram News: ফুটবল-ক্রিকেটের পাশাপাশি জঙ্গলমহলে প্রচলন বাড়ছে দাবা খেলার, নেওয়া হচ্ছে উদ্যোগ

দাবা খেলা জঙ্গলমহলে

ঝাড়গ্রাম: ছাত্র ছাত্রীদের মস্তিষ্ক বিকাশের লক্ষ্যে ঝাড়গ্রামে অনুষ্ঠিত হল দাবা চ্যাম্পিয়নশিপ। বর্তমান সময়ে যুব সমাজ মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়েছে। খেলাধুলা ভুলে তারা মোবাইলের দিকে ঝুঁকে পড়ছে। যার কারণে শৈশব নানান রোগে আক্রান্ত হয়ে পড়েছে বর্তমানে সমাজ। যুব সমাজের মস্তিষ্ক বিকাশের লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন।

ঝাড়গ্রাম শহরের ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশনে এই খেলার আয়োজন করে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন। এদিনের এই খেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা,মহকুমা শাসক শুভ্রজিৎ গুপ্ত,পৌরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ, ডিপিএসসি-র চেয়ারম্যান জয়দীপ হোতা,জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) শক্তিভূষন গঙ্গোপাধ্যায়,ঝাড়গ্রাম রাজ কলেজের প্রিন্সিপাল ডঃ দেবনারায়ন রায়, ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক বিশ্বজিৎ সেনগুপ্ত। আগত অতিথিদের বরণ করে শ্রদ্ধা জ্ঞাপন করে ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশনের সদস্যরা।

এই বছর চেস চ্যাম্পিয়নশিপ ৩য় বছরে পদার্পণ করেছে। জানা গিয়েছে জেলা শহর সহ আশেপাশে ব্লকের মোট ৬৫ জন প্রতিযোগী এই চেস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতার প্রথম পুরস্কার রয়েছে ১১,২০০ টাকা। খেলায় ৬৫ জনের মধ্যে ৬৩ জন প্রতিযোগীর হাতে খেলার ট্রফি তুলে দেওয়া হবে উদ্যোক্তাদের পক্ষ থেকে। প্রতিটি প্রতিযোগীকে মেডেল দেওয়া হবে।

আরও পড়ুনঃ KKR vs PBKS: কেকেআরের ৫ বড় চিন্তা! পঞ্জাব কিংসের বিরুদ্ধে যা ভোগাতে পারে নাইটদের!

ঝাড়গ্রাম জেলা শহরে যুব সমাজকে চেস খেলার প্রতি আগ্রহ বাড়াতে বিভিন্ন পার্কে এবং ফাঁকা জায়গায় কলকাতার গড়িয়াহাটের ব্রিজের তলায় যে সর্বসাধারণের জন্য কংক্রিটের চেস বোর্ড রয়েছে তারই আদলে ঝাড়গ্রাম শহরেও সর্বসাধারণের জন্য কংক্রিটের চেসবোর্ড বানানোর আশ্বাস দেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা।

বুদ্ধদেব বেরা

Next Article

নববর্ষে যত খুশি মিষ্টি খান, ‘সুগার’ হবে না! এও সম্ভব? জানলে অবাক হবেন

Scroll to Top