Last Updated:
চিকিৎসা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও সামাজিক যোগাযোগ, সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন এনে দিচ্ছে জয়দেব সেতু। এর ফলে অজয় নদ পারাপারের দীর্ঘস্থায়ী সমস্যার অবসান ঘটেছে

জয়দেব সেতু
বীরভূম, সুদীপ্ত গড়াই: অজয় নদ মানে বর্ষাকালের সেই ভয়াবহ পরিস্থিতি আর নয়। বরং দুই জেলার সংযোগের মজবুত সেতু হয়ে উঠেছে ‘জয়দেব সেতু’। বহু প্রতীক্ষার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সেতুর উদ্বোধন করেন। সাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হল এই গুরুত্বপূর্ণ সেতু। প্রায় ১৩৮ কোটি ২৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই ২.৭৫ কিমি দীর্ঘ ও ১১ মিটার প্রস্থের সেতুটি বীরভূমের টিকড়বেতা ও পশ্চিম বর্ধমানের শিবপুরকে স্থায়ীভাবে যুক্ত করে।
চিকিৎসা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও সামাজিক যোগাযোগ, সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন এনে দিচ্ছে জয়দেব সেতু। এর ফলে অজয় নদ পারাপারের দীর্ঘস্থায়ী সমস্যার অবসান ঘটেছে। বিশেষত বর্ষায় নদীর কজওয়ে ভেঙে যাওয়া বা অস্থায়ী মাচা ভেঙে পড়ার জেরে স্থানীয় মানুষজনকে যে দুর্ভোগ পোহাতে হত তা থেকে রেহাই মিলবে এবার।
২০১৯ সালে শুরু হওয়া নির্মাণকাজ পাঁচ বছরের মধ্যে সম্পূর্ণ হয়ে মানুষের ব্যবহারের উপযোগী হল। এখন থেকে দুর্গাপুরের মত চিকিৎসাকেন্দ্রে যাওয়া সহজ হবে বীরভূমের মানুষদের জন্য। যেখানে আগে ৩৩ কিমি ঘুরে যেতে হত, সেখান থেকে এখন পাওয়া যাবে সরাসরি পথ।
জয়দেব মন্দিরের সেবায়েত মাধব অধিকারী বলেন, এই সেতুর জন্য আমরা বহুদিন আন্দোলন করেছি। এতদিনে আমাদের সব কষ্ট সার্থক হল। আগে বর্ষাকালে যাতায়াতে ভয়ঙ্কর সমস্যায় হত। এখন সেই সমস্যা আর থাকছে না। শুধু আমাদের জন্য নয়, ব্যবসায়ীদের পক্ষেও এটা একটা বড় সুবিধা।
একই সুর স্থানীয় টোটো চালক অমৃত মণ্ডলের গলাতেও। তিনি বলেন, এই সেতু হওয়ার ফলে আমরা নদী পারাপারে এখন আর সমস্যায় পড়ি না। আগে বর্ষায় ইলমবাজার হয়ে ঘুরে যেতে হত। কিন্তু এখন একেবারে সোজাসুজি চলে যাওয়া যাচ্ছে। এতে সবাই খুব খুশি।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
August 05, 2025 8:10 PM IST