Last Updated:
Jasprit Bumrah- জসপ্রিত বুমরাহর হাঁটুতে চোট লেগেছে। রিপোর্টে একজন অজ্ঞাতনামা BCCI কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, “দুর্ভাগ্যবশত, বুমরাহ হাঁটুর চোটে ভুগছেন। ভাল ব্যাপার হল, চোট গুরুতর নয় এবং এর জন্য অস্ত্রোপচারের প্রয়োজন পড়বে না।

কলকাতা : ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার জসপ্রিত বুমরাহকে নিয়ে ইংল্যান্ড সফরের আগেই নানা আলোচনা শুরু হয়েছিল। অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির পাঁচটি টেস্ট ম্যাচের মধ্যে তিনটি ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা ছিল। এই তথ্য সিরিজ শুরুর আগেই কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক শুভমান গিল জানিয়েছিলেন।
তাঁরা বলেছিলেন, বুমরাহর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এবং গুরুতর চোট থেকে তাকে বাঁচানোই মূল উদ্দেশ্য ছিল। কিন্তু এখন সিরিজের শেষ টেস্ট ম্যাচের আগে তাঁকে দল থেকে ছেড়ে দেওয়া নিয়ে প্রশ্ন উঠছে।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) ৩১ জুলাই মিডিয়া ব্রিফিংয়ে জানায়, বুমরাহকে পঞ্চম টেস্ট চলাকালীনই দলের বাইরে পাঠানো হয়েছে। এই নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। যদি বুমরাহকে শুধুমাত্র বিশ্রাম দেওয়াই উদ্দেশ্য হত, তবে তাঁকে সম্পূর্ণ রিলিজ করা হল কেন?
তাঁর অভিজ্ঞতার ব্যবহার করা হল না কেন?
এখন টাইমস অফ ইন্ডিয়ার একটি নতুন রিপোর্ট এই বিষয়ে কিছু আলোকপাত করেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, জসপ্রিত বুমরাহর হাঁটুতে চোট লেগেছে। রিপোর্টে একজন অজ্ঞাতনামা BCCI কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, “দুর্ভাগ্যবশত, বুমরাহ হাঁটুর চোটে ভুগছেন। ভাল ব্যাপার হল, চোট গুরুতর নয় এবং এর জন্য অস্ত্রোপচারের প্রয়োজন পড়বে না। BCCI-র মেডিকেল টিম বর্তমানে তাঁর স্ক্যান রিপোর্টের জন্য অপেক্ষা করছে।”
এই মন্তব্য থেকে বোঝা যাচ্ছে, যদিও বুমরাহর অবস্থা উদ্বেগজনক নয়, তবুও তাঁকে পুরোপুরি বিশ্রাম দেওয়ার প্রয়োজন রয়েছে। প্রশ্ন উঠছে, যদি চোট পাওয়ার পরেও ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস শেষ টেস্টে দলের ড্রেসিং রুমে থাকতে পারেন, তা হলে জসপ্রিত বুমরাহকে আগেই কেন দেশে ফেরত পাঠানো হল? সিরিজ শেষে তো পুরো দলই ভারতে ফিরে আসবে। তাহলে তাঁকে আগেভাগেই ফেরত পাঠানোর কী দরকার ছিল?
যেহেতু অস্ত্রোপচারের প্রয়োজন নেই, তাই যদি বুমরাহকে দলের সঙ্গেই রাখা যেত! তাহলে তাঁর অভিজ্ঞতা থেকে দলের উপকার হত!রিপোর্টে আরও জানানো হয়েছে, ৩১ বছর বয়সী এই পেসার এখন বেঙ্গালুরুর BCCI-এর সেন্টার অফ এক্সেলেন্স (CoE)-এ তাঁর রিহ্যাবিলিটেশন শুরু করবেন। তবে বুমরাহর অনুপস্থিতিতেও ভারত ওভাল টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। মহম্মদ সিরাজ, আকাশ দীপ এবং প্রসিদ্ধ কৃষ্ণ অসাধারণ বোলিং করেছেন।
Kolkata,West Bengal
August 06, 2025 12:30 AM IST