
রেস্তোরাঁ কর্তৃপক্ষের তরফে পর্ণা পাল জানিয়েছেন, জামাইদের জন্য থাকছে ‘মহারাজা থালি’, যেখানে একেবারে সাজিয়ে চব্বিশ রকমের পদ পরিবেশন করা হবে। যার মধ্যে থাকছে ফুচকা থেকে শুরু করে মাছ, মাংস, কাঁকড়া, তন্দুরি চিকেন, মিষ্টি, ঠান্ডা পানীয়সহ আরও নানা বাঙালি ও মুখরোচক খাবার। এই থালির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭৯৯ টাকা