Jalpaiguri News: ভুট্টা ক্ষেত থেকে বস্তাবন্দি অবস্থায় যা উদ্ধার হল! দেখে চমকে উঠল সকলে, এমনও হতে পারে!

Jalpaiguri News: ভুট্টা ক্ষেত থেকে বস্তাবন্দি অবস্থায় যা উদ্ধার হল! দেখে চমকে উঠল সকলে, এমনও হতে পারে!

Last Updated:

Jalpaiguri News: ভুট্টা ক্ষেতে মধ্যে বস্তা বন্দি জিনিস দেখে হতবাক এলাকার বাসিন্দারা! কী করে এল এই জিনিস ভুট্টা ক্ষেতের মধ্যে? কারণ পার্শ্ববর্তী এলাকায় নেই কোন জঙ্গল।

ভুট্টা ক্ষেতের থেকে উদ্ধার হরিণের শিংJalpaiguri News: ভুট্টা ক্ষেত থেকে বস্তাবন্দি অবস্থায় যা উদ্ধার হল! দেখে চমকে উঠল সকলে, এমনও হতে পারে!
ভুট্টা ক্ষেতের থেকে উদ্ধার হরিণের শিং

জলপাইগুড়ি: ভুট্টা ক্ষেতে মধ্যে বস্তা বন্দি জিনিস দেখে হতবাক এলাকার বাসিন্দারা! কী করে এল এই জিনিস ভুট্টা ক্ষেতের মধ্যে? কারণ পার্শ্ববর্তী এলাকায় নেই কোন জঙ্গল। তাহলে কি চোরাকারবারদের ছক ছিল গ্ৰামের সেই রাস্তা। কোন সূত্রে খবর পেয়ে রাস্তার মধ্যে ফেলে গেল কয়েক লাখ টাকার সেই হরিণের শিং। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির কোতোয়ালি থানার অন্তর্গত ডেঙ্গুয়াঝাড় এলাকায়।

গোমস্তা পাড়ায় ভুট্টা ক্ষেতের মধ্যে বস্তাবন্দি অবস্থায় পাওয়া গেল একাধিক হরিণের শিং। শুক্রবার দুপুরে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে বস্তাটি দেখতে পেয়ে পুলিশ ও বন দফতকে খবর দেন। বৈকুন্ঠপুর বন বিভাগের বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি খুলে হরিণের শিং উদ্ধার করেন। বন দফতরের প্রাথমিক অনুমান, গোপনে একাধিক হরিণের শিং কেটে চোরাকারবারীরা পাচার করছিল।

গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বনদফতরের আধিকারিকরা। ততক্ষণে চম্পট দিয়েছে পাচারকারিরা। বনদফতরের আধিকারিকরা উদ্ধার করে সেই হরিণের শিং। তার ওজন করে দেখা যায় আট কেজি উপরে হরিণ শিং রয়েছে। পুরো হরিণ শিংগুলো বৈকন্ঠপুর বনবিভাগের আওতায় নিয়ে যাওয়া হয়। পুরো বিষয়ে তদন্ত চালাচ্ছে বনদফতর এবং খতিয়ে দেখছে এর পিছনে কে বা কারা যুক্ত।

সুরজিৎ দে

Next Article

Madhyamik Exam results: বন্ধুর কোলে যাতায়াত, হাঁটতে পারে না নিজে! মাধ্যমিকে নয়নের সাফল্য জেলায় বড় অনুপ্রেরণা

Scroll to Top