Last Updated:
জালে আটক ইয়াবড় এটা কি? চাষের জমিতে সামনে গিয়ে দেখতেই চক্ষু চড়কগাছ। চাষের জমিতে কাজে যেতেই হঠাৎ চাঞ্চল্য!

জলপাইগুড়ি, সুরজিৎ দে: জালে আটক এতবড় এটা কি? চাষের জমিতে সামনে গিয়ে দেখতেই চক্ষু চড়কগাছ। চাষের জমিতে কাজে যেতেই হঠাৎ চাঞ্চল্য! এ যে বিশাল এক অজগর সাপ আটকে পড়েছে চাষের জমির বেড়াজালে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ঝাড় আলতা এলাকায়।