Jadavpur University: যাদবপুরে সমাবর্তন ‘বেআইনি’, খরচ হওয়া টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়ে প্রাক্তন উপাচার্যকে চিঠি রাজভবনের

Jadavpur University: যাদবপুরে সমাবর্তন ‘বেআইনি’, খরচ হওয়া টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়ে প্রাক্তন উপাচার্যকে চিঠি রাজভবনের

Last Updated:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বেআইনি সমাবর্তনের জন্য বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে অর্থ খরচ হয়েছে । সেই খরচের টাকা নিজের অ্যাকাউন্ট থেকে দিতে হবে ভাস্কর গুপ্তকে। এই মর্মেই এবার রাজভবনের পক্ষ থেকে চিঠি দেওয়া হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ভাস্কর গুপ্তকে।

যাদবপুরে সমাবর্তন বেআইনি! চিঠি প্রাক্তন উপাচার্যকেJadavpur University: যাদবপুরে সমাবর্তন ‘বেআইনি’, খরচ হওয়া টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়ে প্রাক্তন উপাচার্যকে চিঠি রাজভবনের
যাদবপুরে সমাবর্তন বেআইনি! চিঠি প্রাক্তন উপাচার্যকে

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বেআইনি সমাবর্তনের জন্য বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে অর্থ খরচ হয়েছে । সেই খরচের টাকা নিজের অ্যাকাউন্ট থেকে দিতে হবে ভাস্কর গুপ্তকে। এই মর্মেই এবার রাজভবনের পক্ষ থেকে চিঠি দেওয়া হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ভাস্কর গুপ্তকে।

সূত্রের খবর, চিঠিতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় সমাবর্তনের জন্য যে বিধি মানা দরকার সেই আইন মানা হয়নি। গত বছর ২৪ ডিসেম্বর সমাবর্তন অনুষ্ঠান। অভিযোগ, অনুষ্ঠানের জন্য আচার্যের অনুমোদন নেওয়া হয়নি।

আরও পড়ুন: খেলতে গিয়ে তুলোর পুতুল খেয়ে ফেলে হরিপ্রসাদ, তারপর? পোষ্যের প্রাণ বাঁচল কীভাবে জানেন?

ফলে, রাজভবন সূত্রে জানানো হয়েছে বেআইনি সমাবর্তনের জন্য যা খরচ হয়েছে অবিলম্বে তা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে হবে ভাস্কর গুপ্তকে। টাকা জমা করা না হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান হয় রাজভবনের পক্ষ থেকে। ভাস্কর গুপ্তকে হুঁশিয়ারি দিয়ে রাজ্যপালের অনুমোদন দিয়ে এমনই চিঠি পাঠানো হয়েছে রাজভবনের পক্ষ থেকে।

আরও পড়ুন: আর দু’মাসের অপেক্ষা! বিমানবন্দর থেকে ছুটবে মেট্রো! যাতায়াত হয়ে যাবে আরও সহজ

এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ভাস্কর গুপ্ত বলেন, “আমি এই চিঠিকে গুরুত্বই দিচ্ছি না। উনি এর আগেও করেছেন এরকম। শিক্ষামন্ত্রীকে জানিয়েছি বিষয়টা। সরকার যদি আইনগত পদক্ষেপ নেয় অবশ্যই আমি আছি। আমি নিজে থেকে কিছু করছি না। আপনাদের কি মনে হয় যে বেআইনি কাজ এইভাবে করা যায়?”

বাংলা খবর/ খবর/কলকাতা/

Jadavpur University: যাদবপুরে সমাবর্তন ‘বেআইনি’, খরচ হওয়া টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়ে প্রাক্তন উপাচার্যকে চিঠি রাজভবনের

Next Article

Kolkata: পরিচারকের কাজ করতেন, চারু মার্কেটের ফ্ল‍্যাটে মিলল মরদেহ! তরুণের মৃত‍্যুতে ঘনাচ্ছে বড় রহস‍্য

Scroll to Top