

যে সব করদাতার অ্যাকাউন্ট অডিট করা হবে না, তাঁদের জন্য আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৫। এবার ITR দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে। বিগত বছর ৩১ জুলাই ছিল রিটার্ন দাখিলের শেষ তারিখ। আয়করদাতারা এখন রিটার্ন দাখিল শুরু করেছেন। আয়কর বিভাগের ওয়েবসাইট অনুসারে, ১ জুলাই পর্যন্ত ৭৫,১৮,৪৫০টি রিটার্ন দাখিল করা হয়েছিল। এর মধ্যে বিভাগটি ৭১,১১,৮৩৬টি রিটার্ন যাচাইও করেছে।