Last Updated:
মোহনবাগান সমর্থকদের লাঠিপেটা করা হয় বলে অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। জখম বেশ কিছু মোহনবাগান সমর্থক। অভিযোগ স্থানীয় পুলিশের বিরুদ্ধে।

জামশেদপুর: জামশেদপুরে গিয়ে হেরে গেল মোহনবাগান। বৃহস্পতিবার আইএসএল সেমিফাইনালের প্রথম পর্বে শেষ মুহূর্তে গোল খেয়ে হারতে হল আইএসএলের লিগ-শিল্ডজয়ীদের। ১-২ গোলে হেরে গিয়েছে মোহনবাগান। জেসন কামিংসের দুরন্ত ফ্রিকিকও হার বাঁচাতে পারল না। মোহনবাগানের ফিরতি লিগের ম্যাচ সোমবার। ঘরের মাঠে সবুজ মেরুনকে ২ গোলের ব্যবধানে জিততেই হবে। ১ গোলের ব্যবধানে জিতলে খেলা অতিরিক্ত সময়ে গড়াবে।
Jamshedpur Police seen excessively beating up Mohun Bagan fans at the Jamshedpur vs Mohun Bagan game
The reason for the beating is not yet known.#isl #MohunBagan
pic.twitter.com/jciFCFYRBr— Hari (@Harii33) April 3, 2025
জামশেদপুরে মোহনবাগানের হারের পর শুরু হয় বিপত্তি৷ জামশেদপুরে পুলিশের নৃশংস আচরণের অভিযোগ। মোহনবাগান সমর্থকদের লাঠিপেটা করা হয় বলে অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। জখম বেশ কিছু মোহনবাগান সমর্থক। অভিযোগ স্থানীয় পুলিশের বিরুদ্ধে।
জামশেদপুরে কামিংসের গোলের পরই সেলিব্রেট করতে থাকে বাগান সমর্থকরা। অভিযোগ, তারপরই বাগান সমর্থকদের উপর চড়াও গ্যালারিতে উপস্থিত থাকা পুলিশ।
Fights between Mohun Bagan fans and Jamshedpur FC fans allegedly led to lathi charges from Police. As per reports and from visuals many Mohun Bagan fans are severely injured, not the kind of scenes that we want to see at a football match 😞 #JFCMBSG #IndianFootball #ISL pic.twitter.com/Whv45KMIYz
— The Football Dug Out (@tfdo_) April 3, 2025
৩-৪ জন গুরুতর জখম হয়। একজনের মাথা ফেটে গেছে।
তাকে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত গিয়েছেন হাসপাতালে আক্রান্ত সমর্থককে দেখতে।
Kolkata,West Bengal
April 03, 2025 11:37 PM IST
KKR News: কেকেআর কীভাবে সূর্য অস্তমিত করল সানরাইজার্সের? জেনে নিন আসল কারণ