
কী কী থাকছে এই বিশেষ সময়? গুজরাতি বেসন চিল্লা চাট, চেন্নাই চিকেন চেট্ট্নাড, দিল্লি ওয়ালে মলাই কাবাব, মুম্বই স্পেশ্যাল রাওয়া ফ্রাই, বেঙ্গালুরু কিং ফিশ স্টিক, হয়দরাবাদি কিমা সমোসা, পঞ্জাবি তন্দুরি চিকেন, লখনউ শম্মি কাবাব, কলকাতা ফিশ রোল, রাজস্থানি ঘেওয়ার৷ নোনতা-মিষ্টি অর্থাৎ শুরু থেকে শেষ পাতের জন্য তৈরি এই আইপিএল মেনু!