
গিবস বিশ্বাস করেন, বেঙ্গালুরু যে কোনও লক্ষ্য তাড়া করে নিতে সক্ষম এবং তাদের প্রথম আইপিএল ট্রফি জেতার এটাই সেরা সুযোগ। তিনি বলেন, “আমি আরসিবির পক্ষেই থাকছি। যদি পাঞ্জাব আগে ব্যাট করে, তাহলেও ওরা টার্গেট তাড়া করে জিতবে বলেই মনে করি। এটা দারুণ একটা ম্যাচ হবে। আমার মনে হয়, যারা ক্রিকেট ভালোবাসে, তারা সবাই চায় বেঙ্গালুরু অন্তত একবার ট্রফি জিতুক। এটা যেন চিরন্তন অপেক্ষা হয়ে গেছে ওদের জন্য।”