Last Updated:
Boeing plane avoiding major tragedy in Indonesia: ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে বিমানটি নামার সময় প্রায় বেঁকেই গিয়েছিল ৷ পাইলট শেষপর্যন্ত কোনওমতে বিমানটিকে সেফ ল্যান্ড করতে সক্ষম হন ৷

জাকার্তা: আর একটু হলেই ঘটে যেত বড়সড় বিপদ ! অল্পের জন্য ল্যান্ডিংয়ের সময় ক্র্যাশের হাত থেকে বেঁচে গেল বাটিক এয়ারের একটি বোয়িং ৭৩৭ বিমান ৷ ইন্দোনেশিয়ার Soekarno-Hatta International Airport-এ বাটিক এয়ারের ওই বিমানটি অবতরণের সময় বিপদে পড়ে ৷ ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে বিমানটি নামার সময় প্রায় বেঁকেই গিয়েছিল ৷ পাইলট শেষপর্যন্ত কোনওমতে বিমানটিকে সেফ ল্যান্ড করতে সক্ষম হন ৷
🚨⚡ Soekarno-Hatta International Airport in Indonesia narrowly escaped d¡saster during severe weather.
The pilots of a Batik Air plane briefly lost control of the aircraft during landing but were able to avert an accident at the last second.#Indonesia #Batikair #planecrash pic.twitter.com/uktWKh36ld
— OsintWorld 🍁 (@OsiOsint1) June 29, 2025
বিমানটিকে ওইভাবে নামতে দেখেই ভয় চিৎকার করতে থাকেন বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা যাত্রীরাও ৷ প্লেনটি যে শেষপর্যন্ত ঠিকঠাক ল্যান্ড করতে পেরেছে এর জন্য ঈশ্বরকেই ধন্যবাদ জানাচ্ছেন সবাই ৷ প্রচণ্ড খারাপ আবহাওয়ায় এদিন Flight PK-LDJ বিমানটি কিছুতেই অবতরণ করতে পারছিল না ৷ শেষপর্যন্ত সাংঘাতিক ঝুঁকি নিয়েই বিমানটি ল্যান্ড করান পাইলট ৷ বিমানটিকে ওইভাবে নামতে দেখে সবার বুঁকই কেঁপে উঠেছিল ৷
Kolkata,West Bengal
July 01, 2025 10:00 AM IST