Indian Railways GRP RPF: ‘কোথায় যাচ্ছ? টিকিট দেখি’…ট্রেনের সব সিটে কম বয়সী মেয়ে! ফিস ফিস কথা, চোখে অদ্ভুত চাহনি! NJP স্টেশনে ছুটে এল GRP, RPF! তারপর…

Indian Railways GRP RPF: ‘কোথায় যাচ্ছ? টিকিট দেখি’…ট্রেনের সব সিটে কম বয়সী মেয়ে! ফিস ফিস কথা, চোখে অদ্ভুত চাহনি! NJP স্টেশনে ছুটে এল GRP, RPF! তারপর…

Last Updated:

Indian Railways GRP RPF: জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও ডুয়ার্স অঞ্চলের ৫৬ জন যুবতীকে জানানো হয়েছিল, তাদের বেঙ্গালুরুর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়া হবে। কিন্তু বাস্তবে, তাদের তোলা হয় পাটনাগামী ক্যাপিটাল এক্সপ্রেসে, যার গন্তব্য বিহার!

News18Indian Railways GRP RPF: ‘কোথায় যাচ্ছ? টিকিট দেখি’…ট্রেনের সব সিটে কম বয়সী মেয়ে! ফিস ফিস কথা, চোখে অদ্ভুত চাহনি! NJP স্টেশনে ছুটে এল GRP, RPF! তারপর…
News18

শিলিগুড়ি: শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। পাটনাগামী ক্যাপিটাল এক্সপ্রেস থেকে উদ্ধার হল উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ৫৬ যুবতীকে, যাদের বেসরকারি সংস্থায় চাকরির টোপে বিহার নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল বলে অভিযোগ। এই ঘটনায় নিউ জলপাইগুড়ি জিআরপি ও আরপিএফ যৌথভাবে অভিযান চালিয়ে সোমবার রাতে ওই যুবতীদের উদ্ধার করে এবং পরবর্তীতে তাদের পরিবারের হাতে তুলে দেয়।

সূত্র অনুযায়ী, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও ডুয়ার্স অঞ্চলের ৫৬ জন যুবতীকে জানানো হয়েছিল, তাদের বেঙ্গালুরুর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়া হবে। কিন্তু বাস্তবে, তাদের তোলা হয় পাটনাগামী ক্যাপিটাল এক্সপ্রেসে, যার গন্তব্য বিহার! যুবতীদের কাছে কোনও ট্রেন টিকিট ছিল না, বরং কেবল কোচ ও বার্থ নম্বরের সিল মেরে দেওয়া হয়েছিল প্রত্যেকের হাতে।

আরও পড়ুনঃ এক ফোঁটাও তেল লাগবে না, এবারে জলেই ভাজুন ফুলকো লুচি! সহজ কৌশল শেখালেন অভিজ্ঞ রাঁধুনি, বাসি হলেও শক্ত হবে না গ্যারান্টি

এদিন রাত ৯টা নাগাদ, এনজেপি স্টেশনে তল্লাশি চালানোর সময় একসঙ্গে এতজন যুবতীকে দেখে জিআরপি ও আরপিএফ কর্মকর্তাদের সন্দেহ হয়, শুরু হয় জিজ্ঞাসাবাদ। প্রশ্নে ধরা পড়ে অসঙ্গতি। যুবতীরা জানায়, কলকাতার জিতেন্দ্র পাশওয়ান ও শিলিগুড়ির চন্দ্রিকা নামের এক মহিলা তাদের নিয়ে যাচ্ছিলেন। তৎক্ষণাৎ এই দু’জনকে স্টেশন থেকেই আটক করা হয়। জিজ্ঞাসাবাদের মুখে একাধিক অসামঞ্জস্য ধরা পড়ে। তারা কোনও বৈধ নথি দেখাতে পারেননি, যেখানে প্রমাণিত হয় যে ওই যুবতীদের সত্যিই বেঙ্গালুরুতে কাজ দেওয়া হচ্ছে।

ঋত্বিক ভট্টাচার্য

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/

Indian Railways GRP RPF: ‘কোথায় যাচ্ছ? টিকিট দেখি’…ট্রেনের সব সিটে কম বয়সী মেয়ে! ফিস ফিস কথা, চোখে অদ্ভুত চাহনি! NJP স্টেশনে ছুটে এল GRP, RPF! তারপর…

Scroll to Top