Indian Railways: ‘হাত থাকতে মুখে কেন’- দু’দল যাত্রীদের মধ্যে চরম গণ্ডগোল, রণক্ষেত্র ডাউন ক্যানিং শিয়ালদহ লোকাল, যা যা হল

Indian Railways: ‘হাত থাকতে মুখে কেন’- দু’দল যাত্রীদের মধ্যে চরম গণ্ডগোল, রণক্ষেত্র ডাউন ক্যানিং শিয়ালদহ লোকাল, যা যা হল

Last Updated:

Indian Railways: দুই দল রেলযাত্রীর মধ্যে বচসা থেকে সংঘর্ষ, রণক্ষেত্র ডাউন ক্যানিং শিয়ালদহ লোকাল, আহত ২২

লোকাল ট্রেনে দু দল প্যাসঞ্জারের মধ্যে চরম হাতাহাতি Photo Courtesy- Representative (Meta AI)Indian Railways: ‘হাত থাকতে মুখে কেন’- দু’দল যাত্রীদের মধ্যে চরম গণ্ডগোল, রণক্ষেত্র ডাউন ক্যানিং শিয়ালদহ লোকাল, যা যা হল
লোকাল ট্রেনে দু দল প্যাসঞ্জারের মধ্যে চরম হাতাহাতি Photo Courtesy- Representative (Meta AI)

ক্যানিং: দুই দল ট্রেন যাত্রীর মধ্যে বচসা থেকে সংঘর্ষ, রনক্ষেত্র ডাউন ক্যানিং শিয়ালদহ লোকাল। রাতের ডাউন ৯ টা ৩৮ এর ক্যানিং লোকাল পিয়ালি স্টেশন ছাড়লেই দুই দল ট্রেন যাত্রীর মধ্যে বিবাদ বাধে। প্রথমে বচসা, তা থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। বেশ কয়েকজন ট্রেন যাত্রীকে তালদি স্টেশানে নামিয়েও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় মোট ২০ থেকে ২২ জন ট্রেন যাত্রী আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। তারকেশ্বর থেকে একদল পুন্যার্থী ট্রেনে করে ফিরছিলেন ক্যানিংয়ের উদ্দেশ্যে। একই কামরায় তাঁরা ওঠেন। তাঁদের সঙ্গে পুজোর সামগ্রী, বাঁক সহ অন্যান্য জিনিসপত্র ছিল।

লোকাল ট্রেনে দু দল প্যাসঞ্জারের মধ্যে চরম হাতাহাতি

লোকাল ট্রেনে দু দল প্যাসঞ্জারের মধ্যে চরম হাতাহাতি

এসব নিয়েই অন্যান্য ট্রেন যাত্রীদের সঙ্গে প্রথম থেকেই বচসা হয়। বচসা বাড়ে পিয়ালি স্টেশন ছাড়ার পর থেকেই। অভিযোগ পুজোর সামগ্রী সহ অন্যান্য জিনিষপত্র ভাঙচুর করতে শুরু করে তালদির একদল যাত্রী। দুপক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়ে যায়। কয়েকজন যাত্রীকে তালদি স্টেশানে নামিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ।

এই ঘটনায় আহত হয়েছেন ক্যানিং এলাকার প্রায় জনা কুড়ি যাত্রী। আহতদের রাতেই উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে রেল পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

Suman Saha

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Indian Railways: ‘হাত থাকতে মুখে কেন’- দু’দল যাত্রীদের মধ্যে চরম গণ্ডগোল, রণক্ষেত্র ডাউন ক্যানিং শিয়ালদহ লোকাল, যা যা হল

Scroll to Top