
রেলওয়ে জানিয়েছে, ট্রেনের প্রতিটি শ্রেণির যাত্রীদের জন্য আলাদা আলাদা মাল বহনের সীমা নির্ধারিত হয়েছে। জেনারেল বগি, স্লিপার, থার্ড এসি, সেকেন্ড এসি ও ফার্স্ট এসি—প্রত্যেকটির জন্য নির্দিষ্ট পরিমাণ মাল নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এই নির্ধারিত সীমার বেশি হলে যাত্রীদের অতিরিক্ত অর্থ দিতে হতে পারে।