Last Updated:
Indian Railways:একটানা ২৪ ঘণ্টার বেশি সময় ধরে চলতে থাকা দূরপাল্লার ট্রেনে প্যান্ট্রিকারের প্রয়োজনীয়তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না৷ এটা জানার পরেও রেলমন্ত্রকের তরফে এই সব ট্রেনে প্যান্ট্রিকারের ব্যবস্থা করা হয়নি৷

কলকাতা : উৎসবের মরসুমে দূরপাল্লার ট্রেনের টিকিটের চাহিদা তুঙ্গে। অনেকেই যখন লম্বা সফরে পা বাড়ানোর পথে, তখন ট্রেনের প্যান্ট্রিকারের খাবার নিয়ে বিড়ম্বনায় পড়তে হল রেলকে। বর্তমানে দূরপাল্লার ট্রেনে বেড়েছে যাত্রী সংখ্যা। আবার নতুন করে আধুনিক পরিকাঠামোয় সেজে আসছে একাধিক কোচ, ট্রেন সেট। এই অবস্থায় যথাযথ ভাবে সমস্ত ট্রেনেই প্যান্ট্রিকার থাকা উচিত বলে মনে করেন যাত্রীরা।
একটানা ২৪ ঘণ্টার বেশি সময় ধরে চলতে থাকা দূরপাল্লার ট্রেনে প্যান্ট্রিকারের প্রয়োজনীয়তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না৷ এটা জানার পরেও রেলমন্ত্রকের তরফে এই সব ট্রেনে প্যান্ট্রিকারের ব্যবস্থা করা হয়নি৷ ফলে দেশের বিভিন্ন প্রান্তের দূরপাল্লার ছুটন্ত ট্রেনের যাত্রীদের মারাত্মক অসুবিধের মধ্যে যাতায়াত করতে হচ্ছে৷ এই পরিস্থিতিতে রেলমন্ত্রকের ভূমিকাকে কাঠগড়ায় তুলে তোপ দাগল পাবলিক অ্যাকাউন্টস কমিটি৷
একটানা ২৪ ঘণ্টার বেশি সময় ধরে চলতে থাকা যে ৯টি দূরপাল্লার ট্রেনে প্যান্ট্রিকার নেই, সেখানে অবিলম্বে প্যান্ট্রিকার ব্যবস্থা শুরু করার জন্য রেল মন্ত্রকের কাছে সুপারিশ করেছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি৷ একইসঙ্গে বিভিন্ন জোনাল রেল কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হয়েছে সংশ্লিষ্ট দূরপাল্লার ট্রেনগুলির যাত্রাপথের বড় স্টেশনগুলিতে আরও বেশি করে সুলভ ফুডস্টলের ব্যবস্থা রাখতে৷ যতদিন পর্যন্ত না প্যান্ট্রিকারের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে, ততদিন পর্যন্ত বিকল্প ব্যবস্থা হিসেবে বড় স্টেশনে বেশি করে সুলভ ফুডস্টলের ব্যবস্থা করা হলে যাত্রীরা সেখান থেকে খাবার কিনেও খেতে পারবেন বলে মনে করছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি৷
আরও পড়ুন : চন্দ্রভাগা নদীর উপর চেনাব রেলসেতুর কাজ প্রায় শেষ, ভূস্বর্গ ভ্রমণ এখন আরও মনোরম
দেশের সব রেল জোনের অন্তর্গত স্টেশন, প্ল্যাটফর্ম চত্বর ও চলন্ত ট্রেনের যাত্রী স্বাচ্ছন্দ্য ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য রেল মন্ত্রককে আরও বেশি সক্রিয় থাকার কথাও বলেছে পাবলিক অ্যাকাউস কমিটি৷ রেলওয়ে কর্তৃপক্ষের মতে, প্যান্ট্রিকার চালু করার জন্য কিছু সমস্যা রয়েছে, যার মধ্যে রয়েছে খাদ্য সামগ্রীর গুণমান বজায় রাখা এবং কর্মীর অভাব। আবার যাত্রীদের অভিযোগ অনেক সময় টাকা অতিরিক্ত নিয়ে খাবার দেওয়া হয়। প্যান্ট্রিকার থাকলে এই অসুবিধে হত না।
Kolkata,West Bengal
April 15, 2025 9:42 AM IST
Jammu & Kashmir Tourism: চন্দ্রভাগা নদীর উপর চেনাব রেলসেতুর কাজ প্রায় শেষ, ভূস্বর্গ ভ্রমণ এখন আরও মনোরম