Last Updated:
Indian Railways: রায়গঞ্জ থানার পুলিশ জানিয়েছে, আত্মহত্যার প্ররোচনা সহ একাধিক অভিযোগ ওঠায় বধূর স্বামীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

মুক্তা সরকার, রায়গঞ্জ: লাগাতার নির্যাতনের পর চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী বধূ। রবিবার চাঞ্চল্যকর এই ঘটনায় মানুষজন উত্তেজিত হয়ে ওঠে বধূর স্বামীর উপর। যার জেরে লাইটপোস্টে বেঁধে সেই বধূর স্বামীকে গণপিটুনি দেয় এলাকার মানুষজন।
ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহর লাগোয়া সুভাষগঞ্জ এলাকায়। রায়গঞ্জ থানার পুলিশ জানিয়েছে, আত্মহত্যার প্ররোচনা সহ একাধিক অভিযোগ ওঠায় বধূর স্বামীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, তেলতা রাধিকাপুর ট্রেনে কাটা পড়ে মারা যান ওই তরুণী গৃহবধু। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তাঁর নাম শ্রাবণী দাস। বাড়ি সুভাষগঞ্জ এলাকায়।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 13, 2025 10:16 PM IST