Indian Railways: দুরন্ত গতিতে ছুটছিল রাজধানী এক্সপ্রেস, হঠাৎ বীভৎস জড়ো আওয়াজ! যা ঘটল পরমুহূর্তেই, ছুটে এল RPF

Indian Railways: দুরন্ত গতিতে ছুটছিল রাজধানী এক্সপ্রেস, হঠাৎ বীভৎস জড়ো আওয়াজ! যা ঘটল পরমুহূর্তেই, ছুটে এল RPF

Last Updated:

চলন্ত রাজধানী এক্সপ্রেসে ঢিল ছোঁড়ার অভিযোগে ধূপগুড়ির খলইগ্রাম সংলগ্ন এলাকা থেকে এক কিশোরকে আটক করল আরপিএফ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে গৌহাটিগামী ১৪২৪ রাজধানী এক্সপ্রেসে।

প্রতিকী ছবিIndian Railways: দুরন্ত গতিতে ছুটছিল রাজধানী এক্সপ্রেস, হঠাৎ বীভৎস জড়ো আওয়াজ! যা ঘটল পরমুহূর্তেই, ছুটে এল RPF
প্রতিকী ছবি

জলপাইগুড়ি, সুরজিৎ দে: চলন্ত রাজধানী এক্সপ্রেসে ঢিল ছোঁড়ার অভিযোগে ধূপগুড়ির খলইগ্রাম সংলগ্ন এলাকা থেকে এক কিশোরকে আটক করল আরপিএফ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে গৌহাটিগামী ১৪২৪ রাজধানী এক্সপ্রেসে। রেল সূত্রে জানা গেছে, রাজধানী এক্সপ্রেস যখন খলইগ্রাম সংলগ্ন এলাকায় পৌঁছয়, তখন কয়েকজন কিশোর ট্রেন লক্ষ্য করে ঢিল ছোড়ে। এর জেরে ট্রেনের একটি জানালার কাঁচ ভেঙে যায়।

Scroll to Top