Last Updated:
Indian Railways: এক ট্রেনে একাধিক তীর্থস্থান দর্শন! ব্যবস্থাপনায় আইআরসিটিসি।
কলকাতা: IRCTC তরফে ঘোষণা করা হয়েছে, মহাকুম্ভ যাত্রার জন্য আগামী ২০ ফেব্রুয়ারি কলকাতা স্টেশন থেকে ছাড়া হবে ভারত গৌরব স্পেশ্যাল টুরিস্ট ট্রেন। ৫ রাত ৬ দিনের এই ট্রেন যাত্রায় ঘুরে দেখা যাবে প্রয়াগরাজ, বারাণসী এবং অযোধ্যা। ট্রেনের এসি, নন এসি এবং জেনারেল কামরার জন্য বিশেষ প্যাকেজের ব্যবস্থাও করা হয়েছে। কী রয়েছে সেই প্যাকেজে? রেলের তরফে জানানো হয়েছে, ইকোনমি বা স্লিপার ক্লাসের জন্য মাথাপিছু খরচ হবে ১৯ হাজার ১০০ টাকা, ৩এসি ক্লাসের জন্য মাথাপিছু খরচ ২৫ হাজার ১০০ টাকা।
এই ট্রেনে ৩এসি কামরায় মোট ১৭৮টি সিট রয়েছে এবং স্লিপার ক্লাসে ৫০০টি সিট রয়েছে। শুধু ট্রেন যাত্রা নয়, ৫ দিন, ৬ রাতের থাকা-খাওয়ার ব্যবস্থাও থাকবে এই বিশেষ প্যাকেজে। এসি বা নন-এসি হোটেল, পাশাপাশি তীর্থস্থানও ঘোরানো হবে। তার জন্য থাকবে বাসও। এই ট্রেনের সিট বুকিং করতে হলে আইআরসিটিসি-র ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকেই বাকি তথ্য পেতে পারেন আগ্রহী যাত্রীরা। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে মহাকুম্ভ উপলক্ষ্যে যে ১৩ হাজার ট্রেন চালানো হয়েছে তার মধ্যে তিন হাজার ১৩৪টিই স্পেশ্যাল।
আরও পড়ুন: শিয়ালদহ লাইনের যাত্রীদের জন্য বিরাট খবর! রেল এবার যা উদ্যোগ নিল, চিন্তা কমবে অনেকটাই
২০১৯–এ অর্ধকুম্ভ উপলক্ষ্যে যত স্পেশ্যাল ট্রেন চালানো হয়েছিল, এ বার মহাকুম্ভে তার চার গুণেরও বেশি স্পেশ্যাল ট্রেন চালানো হচ্ছে। রেলের কর্তারা জানিয়েছেন, এ বার যে স্পেশ্যাল ট্রেন চালানো হচ্ছে তাদের মধ্যে এক হাজার ৮৬৯টি স্বল্পদৈর্ঘ্যের মেলা স্পেশ্যাল। এ ছাড়াও ৭০৬টি দূরপাল্লার স্পেশ্যালও চালানো হচ্ছে। চলবে ৫৫৯টি ‘রিং ট্রেন’ বা চক্ররেলের মতো ট্রেনও।ট্রেন চালানোর পাশাপাশি ভারতীয় রেলের পর্যটন বিভাগটি দেখাশোনা করার জন্য নির্দিষ্ট সংস্থা ইন্ডিয়ান রেল কেটারিং অ্যান্ড ট্যুরিজ়ম কর্পোরেশন (আইআরসিটিসি) প্রয়াগরাজে ইতিমধ্যেই একটি ‘টেন্ট সিটি’ তৈরি করেছে।
ওই শহরে শীতাতপ–নিয়ন্ত্রিত তাঁবুতে অন্তত ২০ লক্ষ পুণ্যার্থীর থাকার ব্যবস্থা হয়েছে। স্নানের ঘাট থেকে অল্প দূরের ওই শহরে তাঁবু বুক করে থাকার সুযোগ হাতছাড়া করতে চাননি অনেকেই। বহু আগেই সব ক’টি তাঁবু বুক হয়ে গিয়েছে বলেই খবর।IRCTC পূর্বাঞ্চলীয় অধিকর্তা মনোজ কুমার সিং জানিয়েছেন, কাশী বিশ্বনাথ মন্দির, তুলসী মন্দির, হনুমান মন্দির, হনুমান গরি মন্দির, সঙ্কটমোচন মন্দির, রাম মন্দির সব একসাথে দেখার সুযোগ মিলছে এই স্পেশাল ট্রেনে।
Kolkata,West Bengal
January 17, 2025 11:52 AM IST
Sealdah: শিয়ালদহ লাইনের যাত্রীদের জন্য বিরাট খবর! রেল এবার যা উদ্যোগ নিল, চিন্তা কমবে অনেকটাই