Indian Railway: হাইস্পিড ট্রেন পাবে কি বাংলা? রেল নেটওয়ার্কে কি থাকছে? রেলের বিরাট ঘোষণা

Indian Railway: হাইস্পিড ট্রেন পাবে কি বাংলা? রেল নেটওয়ার্কে কি থাকছে? রেলের বিরাট ঘোষণা

Indian Railway: হাইস্পিড ট্রেন পাবে কি বাংলা? রেল নেটওয়ার্কে কি থাকছে? রেলের বিরাট ঘোষণা

Last Updated:

হাইস্পিড বন্দে ভারতের সর্বোচ্চ গতি ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা থেকে বেড়ে হবে ২৮০ কিলোমিটার। ট্রেনের নকশা তৈরি করছে আইসিএফ ও বিএমএল।

News18

নয়াদিল্লি: মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন করিডোরের পাশাপাশি রেল মন্ত্রকের পরিকল্পনা হল দিল্লি-বারানসী, দিল্লি-আহমেদাবাদ, নাগপুর-মুম্বই, মুম্বই-হায়দরাবাদের মধ্যে হাই স্পিড রেল করিডর তৈরি করা। এনিয়ে প্রস্তাবও দেওয়া হয়েছিল রেল বোর্ডকে। এবার ২০২৪-২৫ অর্থবর্ষে চেন্নাই-মাইসোর এবং বারাণসী-হাওড়া হাই স্পিড রেল করিডরের প্রস্তাব জমা দেওয়া হতে পারে।

সূত্রের খবর, আগামী ২ বছরে ৮ কামরার ২টি হাইস্পিড ট্রেন তৈরি করে ফেলবে বিইএমএল। চুক্তির মোট ব্যয় ৮৬৬.৮৭ কোটি টাকা। ট্রেনগুলির গতি হবে ২৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির তরফে ওই দুই কোচ তৈরির জন্য টেন্ডার ডাকা হয়েছিল। তাতে একমাত্র সাড়া দিয়েছে বিএমএমএল। বুলেট ট্রেনের ট্র্যাক তৈরি হচ্ছে মুম্বই থেকে আহমেদাবাদ পর্যন্ত। সেই ট্রেন কবে চলবে তা এখনও বলা যাচ্ছে না। তবে আপাতত বন্দে ভারতের গতি বাড়িয়ে তাকে হাইস্পিডে ট্রেনে রূপান্তরিত করার পরিকল্পনা করেছে রেল। ওই ট্রেন ছুটবে বুলেট ট্রেনের রুটে।

আরও পড়ুন: ৫৩ বছর পরে বাংলাদেশে প্রবেশ করতে চলেছে পাকিস্তান সেনা, ভারতের জন্য কতটা চিন্তার?

হাইস্পিড বন্দে ভারতের সর্বোচ্চ গতি ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা থেকে বেড়ে হবে ২৮০ কিলোমিটার। ট্রেনের নকশা তৈরি করছে আইসিএফ ও বিএমএল। আগামী কয়েক বছরের মধ্যে এই নয়া রেল করিডর তৈরির কাজ শেষ হয়ে যাবে বলে জানানো হয়েছে। রেল মন্ত্রীর ঘোষণার পর থেকেই তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে নানা মহলে। নয়া রেল নেটওয়ার্ক বর্তমান রেল লাইন বা নেটওয়ার্কের তুলনায় অনেক বেশি শক্তিশালী হতে চলেছে। হবে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার। এই ট্রেন লাইন দিয়ে আগামীতে বন্দে ভারতের থেকেও আরও দ্রুত গতির ট্রেন চলাচল করতে পারবে। মুহূর্তেই পৌঁছে যাওয়া যাবে যে কোনও প্রান্তে। আরও উন্নত হয়ে যাবে রেল পরিষেবা।আগামীতে যে কটি রুটে হাই স্পিড রেল নেটওয়ার্ক তৈরি করার পরিকল্পনা করা হয়েছে তাতে রয়েছে বাংলা। লোকসভায় আগেই এই কথা জানিয়ে দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সাফ জানিয়েছিলেন, আরও ৭টি রুটে হাই স্পিড ট্রেন চলবে। সেই জন্য তৈরি হচ্ছে বৃহত্তর নেটওয়ার্ক। এই সাতটি রুটের তালিকায় মধ্যে রয়েছে হাওড়া-বারাণসী হাই স্পিড ট্রেন করিডর।

বাংলা খবর/ খবর/দেশ/

Indian Railway: হাইস্পিড ট্রেন পাবে কি বাংলা? রেল নেটওয়ার্কে কি থাকছে? রেলের বিরাট ঘোষণা

Scroll to Top