Indian Railway: স্টেশনের ওভারব্রিজ ব্যবহার না করে রেললাইন পার হচ্ছেন? আর রেয়াত করবে না রেলওয়ে, জানুন কী শাস্তি পেতে হবে

Indian Railway: স্টেশনের ওভারব্রিজ ব্যবহার না করে রেললাইন পার হচ্ছেন? আর রেয়াত করবে না রেলওয়ে, জানুন কী শাস্তি পেতে হবে

Last Updated:

রেললাইন পার হতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন, এমন খবর প্রায়ই সংবাদমাধ্যমে উঠে আসে। এক্ষেত্রে সেই ব্যক্তির পাশাপাশি রেল কর্তৃপক্ষের উপরেও দায় বর্তায়, কোনও দোষ না থাকা সত্ত্বেও। তবে, এবার শুরু হয়েছে সচেতনতার এক নতুন অধ্যায়, দেশকে পথ দেখাচ্ছে আম্বালা

Indian Railway
Image: News18Indian Railway: স্টেশনের ওভারব্রিজ ব্যবহার না করে রেললাইন পার হচ্ছেন? আর রেয়াত করবে না রেলওয়ে, জানুন কী শাস্তি পেতে হবে
Indian Railway
Image: News18

কলকাতা: রেললাইন পার হতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন, এমন খবর প্রায়ই সংবাদমাধ্যমে উঠে আসে। এক্ষেত্রে সেই ব্যক্তির পাশাপাশি রেল কর্তৃপক্ষের উপরেও দায় বর্তায়, কোনও দোষ না থাকা সত্ত্বেও। তবে, এবার শুরু হয়েছে সচেতনতার এক নতুন অধ্যায়, দেশকে পথ দেখাচ্ছে ‘আম্বালা’।

এখন, রাজ্য জুড়ে রেলওয়ে স্টেশনগুলিতে রেললাইন পারাপার করা লোকজন রেহাই পাচ্ছেন না। আসলে, প্রায়শই দেখা যায়, কিছু লোক সময় বাঁচানোর জন্য রেলওয়ে স্টেশনে নির্মিত সেতু ব্যবহার না করে রেললাইন পার হয়। ট্রেনটি সামনে থেকে আসছে কি না, তা না দেখেই। অনেক সময়, এর ফলে অনেক দুর্ঘটনা ঘটে এবং অনেক পরিবার ধ্বংস হয়ে যায়। একটি ছোট অবহেলা পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। তবে এখন আম্বালা রেলওয়ে বিভাগকে এই ধরনের রেলওয়ে ক্রসিং পারের ক্ষেত্রে খুব কঠোর হতে দেখা যাচ্ছে।

মানুষ অজুহাত দেয়– আম্বালা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে, যাত্রীদের পাশাপাশি, সেখানে কর্মরত বিক্রেতাদেরও এই সময়ে রেললাইন পার হতে দেখা গিয়েছে। এই বিষয়ে লোকাল 18 যখন এই ভাবে রেললাইন পারাপার করা লোকজনের সঙ্গে কথা বলে, তখন তাঁরা জানান যে, ভবিষ্যতে আর রেললাইন পার হবেন না, এবার তাঁরা ভুল করে ফেলেছেন। অনেকেই বলেছেন যে, জরুরি কাজে তাঁদের তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, তাই তাঁরা তাড়াহুড়ো করে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্ম দিয়ে রেললাইন পার হচ্ছিলেন এবং পরের বার তাঁরা এই ভুলটি করবেন না।

লোকদের বিরুদ্ধে গুরুতর ব্যবস্থা নেওয়া হবে -সিনিয়র ডিসিএম যশনজিৎ সিং লোকাল 18-কে বলেন, আম্বালা রেলওয়ে স্টেশনকে সুন্দর করার জন্য রেলওয়ে দিনরাত কাজ করছে। কিন্তু এখনও অনেক লোক রেললাইন পার হয় এবং যদি তাঁরা বোঝানোর পরেও না শোনে, তাহলে এমন পরিস্থিতিতে, আরপিএফ দল রেললাইন পার হওয়া লোকদের বিরুদ্ধে বড় ব্যবস্থা নেবে। তিনি বলেন, রেলওয়ে সময়ে সময়ে ঘোষণার মাধ্যমে মানুষকে সচেতন করে যে তাঁরা যেন এভাবে রেললাইন পার না হন, তবুও কিছু লোক শোনেন না!

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/

Indian Railway: স্টেশনের ওভারব্রিজ ব্যবহার না করে রেললাইন পার হচ্ছেন? আর রেয়াত করবে না রেলওয়ে, জানুন কী শাস্তি পেতে হবে

Scroll to Top