Last Updated:

হাওড়া: ট্রেন মিস করেছে হবু বর, এদিকে বিয়ের লগ্ন যায় যায়…শেষ পর্যন্ত বরকে কনের বাড়ি পৌঁছে দিল রেলের কর্মকর্তারা। মুম্বই থেকে গুয়াহাটির দিকে যাওয়া বিয়ের মিছিল হাওড়ার কাছে এক অদ্ভুত সংকটের মুখে পড়ে। যখন তারা হাওড়া থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ছিল, তখন মিছিল পার্টির প্রধান বুঝতে পারেন, মিছিল পার্টিতে অনেক বৃদ্ধ এবং শিশু রয়েছে, যারা দ্রুত এক প্লাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যেতে এবং অন্য ট্রেন ধরতে পারছে না। এমন পরিস্থিতিতে মিছিলের প্রধান চন্দ্রশেখর বাগ ট্যুইটারের মাধ্যমে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার হাওড়া এবং সিনিয়র ডিসিএম হাওড়ার কাছে সাহায্যের আবেদন করেন।
গীতাঞ্জলি এক্সপ্রেস হাওড়া স্টেশন পৌঁছনোর সঙ্গে সঙ্গে রেলের কর্মচারী এবং আধিকারিকরা একটি বিশেষ করিডোর তৈরি করেছিলেন এবং অল্প সময়ের মধ্যে বিয়ের মিছিলের ৩৫ জনকে নতুন কমপ্লেক্সের ২১ নম্বর প্ল্যাটফর্ম থেকে পুরনো কমপ্লেক্সের ৯ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছতে সাহায্য করেছিলেন। বিয়ের শোভাযাত্রায় সহায়তায় নিয়োজিত ছিলেন এক ডজনেরও বেশি রেলকর্মী। মিছিলের প্রধান চন্দ্রশেখর বাগ ট্যুইটারে রেলমন্ত্রী, রেলের আধিকারিক ও কর্মচারীদের ধন্যবাদ জানান।
Kolkata,West Bengal
November 15, 2024, 10:30 PM IST