Last Updated:
Indian Para Swimmer Creates Record: ২১ বছর বয়সে সাঁতার জীবনে ২৪ টি জাতীয় স্তরের খেলায় অংশগ্রহণ করে ৫১ টি সোনা, ৩৮ টি রুপো এবং ১৭ টি ব্রোঞ্জ জিতেছেন৷ ভারতীয় প্রথম প্যারা সাঁতারু হিসেবে রেকর্ড রিমোর! আটলান্টিক মহাসাগরের ১৫ কিলোমিটার পার করলেন

প্যারা সাঁতারু হিসেবে রেকর্ড গড়ল রিমো সাহা
হাওড়া: এবার সাউথ আটলান্টিক মহাসাগরের ব্লোবার্গ থেকে রবিন আইল্যান্ড পার করে ভারতীয় প্রথম প্যারা সাঁতারু হিসেবে রেকর্ড গড়ল রিমো! কেপটাউনের ব্লোবার্গ থেকে রবিন আইল্যান্ড পর্যন্ত টু ওয়ে সাঁতার কেটে রেকর্ড। ৯ থেকে ১২ ডিগ্রি সেন্টিগ্রেড ঠান্ডা জল। একদিকে ঠান্ডা অন্যদিকে শীল ও জেলিফিশ। সমস্ত প্রতিবন্ধকতা ঠেলে প্রায় ১৫ কিলোমিটার অতল সাগরে সাঁতার কেটে একমাত্র ভারতীয় প্যারা সাঁতারু হিসেবে রেকর্ড গড়লেন রিমো সাহা। ডান পা অসাড় প্রায়, পোলিও রোগে আক্রান্ত রিমো। মনের ইচ্ছা তাকে সফলতার শিখরে পৌঁছে দিয়েছে। শারীরিক প্রতিবন্ধকতার বেড়াজাল ছিন্ন করে দেশের হয়ে একের পর এক সাফল্য। এবার তাঁর সাঁতারু জীবনে মুকুটে নয়া পালক এটি।
২১ বছর বয়সে সাঁতার জীবনে ২৪ টি জাতীয় স্তরের খেলায় অংশগ্রহণ করে ৫১ টি সোনা, ৩৮ টি রুপো এবং ১৭ টি ব্রোঞ্জ জিতেছেন৷ ২০০৪ সালে সাঁতারু হিসেবে যাত্রা শুরু হয়ে ২০২৫ পর্যন্ত। ২১ বছরে সাঁতারে অংশগ্রহণ। ২০১০ সালে কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ ২০১০ চিনে অনুষ্ঠিত এশিয়ান গেমস অংশ গ্রহণ। এর সঙ্গে ২০১৮ ইংলিশ চ্যানেল পার। ২০১৯ এ ক্যাটলিনা চ্যানেল এবং ২০২২ সালে নর্থ চ্যানেল। ২০২৩ শে ইংলিশ চ্যানেল টু ওয়ে। এগুলি দলগত ভাবে অংশগ্রহণ। এরপর ২০২৪ সালে কেপ্টাউনের ব্লোবার্গ থেকে রবীন আইল্যান্ড। এ২০২৫ এর এপ্রিলে সদ্য ব্লোবার্গ থেকে রবীন আইল্যান্ড টু ওয়ে প্রায় ১৫ কিমি সাঁতার কেটে রেকর্ড গড়ল প্যারা সুইমার হাওড়ার রিমো সাহা।
সব মিলিয়ে ১০৬ টি পদক। এবং একাধিক চ্যানেল পার করার রেকর্ড। প্যারাসাঁতারু হিসেবে দেশের মধ্যে নজির গড়েছে হাওড়া সালকিয়ার রিমো সাহা। সাঁতারু জীবনে তার কাছে ধরা দিয়েছে একের পর এক সাফল্য। এর মধ্যেই আঁক্ষেপের সুর প্যারা সাঁতারুর গলায়, এ প্রসঙ্গে রিমো সাহা জানান, সাঁতারু জীবনের প্রায় ৮০ শতাংশ সময় পার করে এসেছি। এ পর্যন্ত কমনওয়েলথ গেমস এশিয়ান গেমসের মত বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ। বিখ্যাত চ্যানেল পাড়ের রেকর্ড। ১০০ অধিক পদক জয়। চ্যানেল জয় ও পদক জয়ের পর দেশের পতাকা উড়িয়ে পরম তৃপ্তি। তবে সরকারিভাবে সহযোগিতা এখনও পর্যন্ত মেলেনি। এক একটি ইভেন্টে অংশ গ্রহণ লক্ষ লক্ষ টাকা খরচ। সরকারি সহযোগিতা পেলে সুবিধা হয়।
Rakesh Maity
Kolkata,West Bengal
April 18, 2025 10:31 PM IST
Sourav and Snehasis: এই জেলায় একসঙ্গে হাজির সৌরভ-স্নেহাশিষ, তবুও যে কাজের জন্য এলেন হল না সেই কাজ!