India Russia Oil Purchase: ট্রাম্পের হুঁশিয়ারি, রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দেবে ভারত? বড় সিদ্ধান্ত নিয়ে নিল কেন্দ্রীয় সরকার

India Russia Oil Purchase: ট্রাম্পের হুঁশিয়ারি, রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দেবে ভারত? বড় সিদ্ধান্ত নিয়ে নিল কেন্দ্রীয় সরকার

Last Updated:

ভারত রাশিয়ার থেকে বিপুল পরিমাণে তেল এবং অস্ত্র কিনছে বলে অভিযোগ করে জরিমানা চাপানোরও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট৷

রাশিয়া নিয়ে কী সিদ্ধান্ত নিল ভারত? ছবি- এপিIndia Russia Oil Purchase: ট্রাম্পের হুঁশিয়ারি, রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দেবে ভারত? বড় সিদ্ধান্ত নিয়ে নিল কেন্দ্রীয় সরকার
রাশিয়া নিয়ে কী সিদ্ধান্ত নিল ভারত? ছবি- এপি

ট্রাম্পের চড়া হারে বাণিজ্য শুল্ক চাপানো এবং জরিমানার হুমকির পর কি রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দেবে ভারত? কেন্দ্রীয় সরকারের দুটি শীর্ষ সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স দাবি করেছে, রাশিয়ার থেকে তেল আমদানি বজায় রাখবে ভারতীয় সংস্থাগুলি৷

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই ঘোষণা করেছেন, ভারতীয় পণ্য আমেরিকায় রফতানি করতে গেলে ২৫ শতাংশ কর দিতে হবে৷ শুধু তাই নয়, ভারত রাশিয়ার থেকে বিপুল পরিমাণে তেল এবং অস্ত্র কিনছে বলে অভিযোগ করে জরিমানা চাপানোরও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট৷

যদিও ট্রাম্পের এই হুঁশিয়ারির পরেও ভারত রাশিয়া থেকে তেল বা অস্ত্র কেনা নিয়ে নিজেদের অবস্থান থেকে সরে আসছে না বলেই কেন্দ্রীয় সরকারের এক শীর্ষ সূত্রগুলি দাবি করেছে৷ তাঁদের উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্সের দাবি, তেল কেনার জন্য দীর্ঘ মেয়াদী সব চুক্তি রয়েছে৷ আচমকা তেল কেনা বন্ধ করে দেব বললেই বন্ধ করে দেওয়া যায় না৷

কেন্দ্রের আরও এক সূত্র রাশিয়া থেকে ভারতের তেল কেনার সিদ্ধান্তের পক্ষে সওয়াল করে বলেন, ভারতের মতো দেশ রাশিয়ার থেকে তেল কিনছে বলেই গোটা বিশ্বে তেলের দাম স্থিতিশীল রয়েছে৷ কারণ আমেরিকার সহ পশ্চিমি দুনিয়ার অনেক দেশই রাশিয়ার থেকে জ্বালানি কেনার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে৷

ওই সূত্রের আরও দাবি, ভেনেজুয়েলা অথবা ইরানের মতো রাশিয়ার থেকে অপরিশোধিত তেল কেনার উপরে সরাসরি কোনও নিষেধাজ্ঞা নেই৷ পাশাপাশি, ইউরোপীয় ইউনিয়ন অপরিশোধিত তেলের যে দর ঠিক করে দিয়েছে, ভারত তার থেকে কমেই রাশিয়ার থেকে তেল কিনছে৷

শনিবার কেন্দ্রীয় সরকারের সূত্র উদ্ধৃত করে একই দাবি করেছিল সংবাদসংস্থা এএনআই৷ ওই সূত্রগুলিরও দাবি ছিল তেলের দাম, মান, পরিবহণের সুবিধা এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে রাশিয়ার থেকে তেল আমদানি বন্ধ করতে হবে বলে ভারতীয় পরিশোনকারী সংস্থাগুলিকে কোনও নির্দেশ দেয়নি কেন্দ্রীয় সরকার৷

যদিও শুক্রবার রয়টার্সের একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, রাশিয়ার থেকে ছাড় দেওয়া দামে তেল কেনা বন্ধ করতে পারে ভারত৷ সেই খবর পেয়ে ভারতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷

বাংলা খবর/ খবর/দেশ/

India Russia Oil Purchase: ট্রাম্পের হুঁশিয়ারি, রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দেবে ভারত? বড় সিদ্ধান্ত নিয়ে নিল কেন্দ্রীয় সরকার

Scroll to Top