India Pakistan Tensions: পাকিস্তানের ৪০ সেনার মৃত্যু, আক্রান্ত ৯ পাক সেনাঘাঁটিতে, কতগুলি বিমান ধ্বংস হয়েছে? খতিয়ান দিল ভারত

India Pakistan Tensions: পাকিস্তানের ৪০ সেনার মৃত্যু, আক্রান্ত ৯ পাক সেনাঘাঁটিতে, কতগুলি বিমান ধ্বংস হয়েছে? খতিয়ান দিল ভারত

Last Updated:

India Pakistan Tensions: পাকিস্তানের জঙ্গি হামলার পাল্টা অপারেশন সিঁদুরে জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারত। এর জবাবে ভারতে হামলা করার চেষ্টা করে পাকিস্তান। পাকিস্তানের কী কী ক্ষতি জানাল ভারত।

কী বলল সেনা?India Pakistan Tensions: পাকিস্তানের ৪০ সেনার মৃত্যু, আক্রান্ত ৯ পাক সেনাঘাঁটিতে, কতগুলি বিমান ধ্বংস হয়েছে? খতিয়ান দিল ভারত
কী বলল সেনা?

পাকিস্তানের জঙ্গি হামলার পাল্টা অপারেশন সিঁদুরে জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারত। এর জবাবে ভারতে হামলা করার চেষ্টা করে পাকিস্তান। বায়ুসেনার কর্তা একে ভারতী বলেন, “জম্মু, নাল, ডালহৌসি, জয়সলমীর, উধমপুর‍্, পাঠানকোটে শত্রুরা চেষ্টা করে পাকিস্তান। আমরা সবকটা জায়গায় ওদের ব্যর্থ করি। সমর ও গরুড় কমান্ডোর স্নাইপাররা এগুলো ব্যর্থ করে দেয়”।

সাংবাদিক সম্মেলনে বারবার তিন সেনা কর্তা জানান, যে ভারত শুধু পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিতেই আঘাত করেছিল, সাধারণ মানুষ বা পাকিস্তান সেনাকে ভারত আঘাত করার চেষ্টা করেনি। কিন্তু বারবার পাকিস্তানের হামলার পরে জবাব দেওয়ার সিদ্ধান্ত নেয় সেনা।

পাকিস্তানের ৯ জায়গায় আঘাত করা হয়। পাসরুর এয়ার ডিফেন্স রাডার, চুনিয়ান এয়ার ডিফেন্স রাডার, আরিফওলা এয়ার ডিফেন্স রাডার, সারগোদা এয়ার ফিল্ড (এখানেই এফ ১৬ থাকে, রানওয়ে ধ্বংস), রহিম ইয়ার খান এয়ারফিল্ড (রাডার, কমপ্লেক্স ও।রানওয়ে), চাকালা বা নুর খান এয়ারফিল্ড, সাক্কার এয়ারফিল্ড, ভোলারি এয়ারফিল্ড, জেকোবাবাদ এয়ারফিল্ড।

পাকিস্তানের কটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে, তারও জবাব দেন বায়ুসেনা কর্তা একে ভারতী। তিনি বলেন, “ওদের একাধিক বিমানকে নামানো হয়েছে। সংখ্যা এখানে জানাব না। হাইটেক বিমান ওদের ধ্বংস করা হয়েছে”।

বাংলা খবর/ খবর/দেশ/

India Pakistan Tensions: পাকিস্তানের ৪০ সেনার মৃত্যু, আক্রান্ত ৯ পাক সেনাঘাঁটিতে, কতগুলি বিমান ধ্বংস হয়েছে? খতিয়ান দিল ভারত

Scroll to Top