India Pakistan Clash: জম্মু সীমান্তে পাক গোলাবর্ষণে জখম আরও এক বিএসএফ জওয়ানের মৃত্যু, বিবৃতি দিয়ে জানাল সীমান্তরক্ষী বাহিনী

India Pakistan Clash: জম্মু সীমান্তে পাক গোলাবর্ষণে জখম আরও এক বিএসএফ জওয়ানের মৃত্যু, বিবৃতি দিয়ে জানাল সীমান্তরক্ষী বাহিনী

Last Updated:

India Pakistan Clash: জম্মু লাগোয়া ভারত-পাক সীমান্তে পাকিস্তানের গোলাবর্ষণে রবিবার সকালে বিএসএফ জওয়ান মহম্মদ ইমতিয়াজের মৃত্যুর খবরের পর আরও এক জওয়ানের মৃত্যু সংবাদ। জম্মু সীমান্ত রক্ষী বাহিনীর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, যাবতীয় চেষ্টার পরেও শেষরক্ষা হল না।

বিএসএফ জওয়ানের মৃত্যুIndia Pakistan Clash: জম্মু সীমান্তে পাক গোলাবর্ষণে জখম আরও এক বিএসএফ জওয়ানের মৃত্যু, বিবৃতি দিয়ে জানাল সীমান্তরক্ষী বাহিনী
বিএসএফ জওয়ানের মৃত্যু

নয়াদিল্লি: জম্মু লাগোয়া ভারত-পাক সীমান্তে পাকিস্তানের গোলাবর্ষণে রবিবার সকালে বিএসএফ জওয়ান মহম্মদ ইমতিয়াজের মৃত্যুর খবরের পর আরও এক জওয়ানের মৃত্যু সংবাদ। জম্মু সীমান্ত রক্ষী বাহিনীর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, যাবতীয় চেষ্টার পরেও শেষরক্ষা হল না। পাকিস্তানের গোলাবর্ষণে গুরুতর জখম বিএসএফ কনস্টেবল দীপক চিমনগাখাম দেশের জন্য শহিদ হয়েছেন।

শনিবার জম্মুর আরএস পুরা সেক্টরে পাকিস্তানের গোলাবর্ষণের সামনে প্রবল পরাক্রমে লড়াই করছিলেন কনস্টেবল দীপক। সেইসময়ই গুরুতর জখম হন তিনি। পাকিস্তানের গোলাবর্ষণে আরও ছয় বিএসএফ জওয়ান আহত হয়েছেন বলে সরকারি সূত্রে খবর।

শনিবার সকালে জম্মুর আরএস পুরা সেক্টরে পাক হামলায় দীপক-ইমতিয়াজ-সহ সীমান্তরক্ষী বাহিনীর ৮ জওয়ান গুরুতর জখম হন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় ইমতিয়াজের। পরে হাসপাতালে মৃত্যু হয় দীপকের।

বিএসএফ-এর তরফে জানানো হয়েছে, ‘‘আন্তর্জাতিক সীমান্তে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সময় সাহসিকতার সঙ্গে মৃত্যুবরণ করেছেন দীপক। জাতির সেবায় বিএসএফের এই সাহসী কনস্টেবলের আত্মত্যাগকে আমরা শ্রদ্ধা জানাই।’’ নিহত জওয়ানের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বিএসএফ।

বাংলা খবর/ খবর/দেশ/

India Pakistan Clash: জম্মু সীমান্তে পাক গোলাবর্ষণে জখম আরও এক বিএসএফ জওয়ানের মৃত্যু, বিবৃতি দিয়ে জানাল সীমান্তরক্ষী বাহিনী

Scroll to Top