Last Updated:
India Pakistan Ceasefire: এদিন বিকেলে সংঘর্ষবিরতি ঘোষণার পর কয়েক ঘণ্টার মধ্যেই শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও৷

নয়াদিল্লি: ঘটা করে সংঘর্ষবিরতির ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ পাকিস্তানের প্রস্তাবে সাড়া দিয়ে বিকেল ৫টা থেকে সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছিল ভারতও৷ কিন্তু তার পর তিন ঘণ্টা কাটতে না কাটতেই সংঘর্ষবিরতি ভেঙে ফের জম্মু কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার ওপার থেকে পাক বাহিনীর বিরুদ্ধে ফের গোলাগুলি ছড়ার অভিযোগ উঠল৷ বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরেও৷ শ্রীনগরে সেনাবাহিনীর সদর দফতরের কাছেই চারটি পাকিস্তানি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে খবর৷
কিন্তু এত কিছুর পরও পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার কোনও যুদ্ধবিরতি লঙ্ঘনের কথা অস্বীকার করেছেন। সীমান্তে ফের উত্তেজনা বৃদ্ধির ভারতের অভিযোগ খারিজ করে দিয়েছেন তিনি। উভয় দেশকে উত্তেজনা এড়াতে এবং ডিজিএমওদের মধ্যে সাম্প্রতিক সমঝোতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
যদিও এদিন বিকেলে সংঘর্ষবিরতি ঘোষণার পর কয়েক ঘণ্টার মধ্যেই শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও৷ তিনি দাবি করেছেন, শ্রীনগরে ভারতের এয়ার ডিফেন্স ইউনিটও কার্যকর হয়েছে৷ রাজৌরি, আখুনর, পুঞ্চেও সংঘর্ষবিরতি লঙ্ঘন হয়েছে বলে খবর৷ রাজস্থানের পোখরান, গুজরাতের কচ্ছেও এলাকার আকাশেও পাক ড্রোন দেখা গিয়েছে বলে খবর৷ সূত্রের খবর, পাকিস্তানের হামলার কড়া জবাব দেওয়ার জন্য বিএসএফ-কে নির্দেশ দেওয়া হয়েছে৷
পাকিস্তান সংঘর্ষবিরতি লঙ্ঘন করার পরই শ্রীনগর, পঞ্জাবের ফিরোজপুর, পাঠানকোট, রাজস্থানের বারমেঢ়ে ব্ল্যাকআউট জারি করা হয়েছে৷ জম্মুর উধমপুরে পাকিস্তানি ড্রোনকে নিষ্ক্রিয় করেছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম৷ রাত ৯টার পর থেকে কাঠুয়া, বারামুলা, উধমপুরেও ব্ল্যাকআউট জারি করা হয়েছে৷ বারামুলা, উধমপুর, কাঠুয়ায় নিয়ন্ত্রণরেখার ওপার থেকে পাক সেনা লাগাতার গুলি বর্ষণ করছে বলে খবর৷ একাধিক জায়গায় মর্টার হামলাও চালানো হয়েছে৷
এরপরেই বিদেশ সচিব সচিব বিক্রম মিস্রি বলেন, ”পাকিস্তান অবস্থা বুঝুক। ব্যবস্থা নিক। সেনাকে বার্তা দেওয়া হয়েছে কড়া ব্যবস্থা নিতে। এটা বিশ্বাসভঙ্গের সামিল। আমরা এটাকে অত্যন্ত সিরিয়াস ভাবে নিলাম। পাকিস্তানকে ব্যবস্থা নিতে হবে এর জন্য।”
Kolkata,West Bengal
May 11, 2025 12:52 AM IST