India Pakistan Border: পকেটে ৩৩০ টাকা, অমৃতসরে পাকিস্তান সীমান্তের কাছে ঘুরছিলেন বৃদ্ধ! ঠিক চিনে নিল বিএসএফ

India Pakistan Border: পকেটে ৩৩০ টাকা, অমৃতসরে পাকিস্তান সীমান্তের কাছে ঘুরছিলেন বৃদ্ধ! ঠিক চিনে নিল বিএসএফ

Last Updated:

আজ, বুধবার পঞ্জাবের ফিরোজপুর সীমান্তের কাছ থেকে দুটি ডিজেআই মাভিক থ্রি ক্লাসিক ড্রোন উদ্ধার করে বিএসএফ৷

Representative ImageIndia Pakistan Border: পকেটে ৩৩০ টাকা, অমৃতসরে পাকিস্তান সীমান্তের কাছে ঘুরছিলেন বৃদ্ধ! ঠিক চিনে নিল বিএসএফ
Representative Image

পঞ্জাবের অমৃতসরে আন্তর্জাতিক সীমান্তের কাছ থেকে এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে আটক বিএসএফ৷ ধৃত ওই পাকিস্তানি নাগরিককে ইতিমধ্যেই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷

বিএসএফ-এর পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই ঘটনার কথা জানানো হয়েছে৷ বিএসএফ-এর পঞ্জাব ফ্রন্টিয়ার জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় এক ব্যক্তির গতিবিধি দেখে সন্দেহ হয়ে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের৷ এর পরই ওই বৃদ্ধকে জিজ্ঞাসাবাদ শুরু হয়৷ তল্লাশির সময় তাঁর পকেট থেকে ৩৩০ পাকিস্তানি টাকা পাওয়া যায়৷

জানা গিয়েছে, ধৃত ৬৫ বছরের ওই ব্যক্তি পাকিস্তানের লাহোরের বাসিন্দা৷ তবে তাঁর কাছ থেকে ৩৩০ পাকিস্তানি টাকা ছাডা় আর সন্দেহজনক কিছু পাওয়া যায়নি৷ অমৃতসরের গ্রামীণ এলাকায় পাকিস্তান সীমান্ত লাগোয়া করিমপুরা গ্রাম থেকে ওই ব্যক্তিকে আটক করে বিএসএফ৷ মে মাসের শুরুতেও অমৃতসরের দরিয়া মনসুর এলাকা থেকে এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে আটক করেছিল বিএসএফ৷

এর পাশাপাশি আজ, বুধবার পঞ্জাবের ফিরোজপুর সীমান্তের কাছ থেকে দুটি ডিজেআই মাভিক থ্রি ক্লাসিক ড্রোন উদ্ধার করে বিএসএফ৷ একটি ড্রোন পাওয়া যায় একটি ক্ষেতের মধ্যে থেকে৷ দ্বিতীয় ড্রোনটি সীমান্তের কাঁটাতারের বেড়ায় আটকে ছিল৷

বিএসএফ জানিয়েছে, সীমান্ত এলাকায় নিরাপত্তা মজবুত করতে বিএসএফ যে বৈদ্যুতিন প্রযুক্তি ব্যবহার করে, সেগুলির ঘেরাটোপে চলে আসার ফলেই ড্রোন দুটি ধ্বংস হয়ে গিয়েছে৷

বাংলা খবর/ খবর/দেশ/

India Pakistan Border: পকেটে ৩৩০ টাকা, অমৃতসরে পাকিস্তান সীমান্তের কাছে ঘুরছিলেন বৃদ্ধ! ঠিক চিনে নিল বিএসএফ

Scroll to Top