Last Updated:
তাঁর বিরুদ্ধে ফরেনার্স আইনে মামলা করেছে পুলিশ৷ কী উদ্দেশ্যে ওই চিনা নাগরিক পরিচয় ভাঁড়িয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন, তাও জানার চেষ্টা করছে পুলিশ৷

ভারত নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করা হল চিনের এক নাগরিককে৷ দার্জিলিং জেলার খড়িবাড়ির পানিট্যাঙ্কির ইন্দো-নেপাল সীমান্ত দিয়ে ওই চিনা নাগরিক ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন বলে অভিযোগ৷ সীমা সুরক্ষা বল (এসএসবি)-র হাতে আটক হন ওই চিনা নাগরিক৷
জানা গিয়েছে, চিনের ওই নাগরিকের কাছে সুইৎজারল্যান্ডের দুটি পাসপোর্ট ছিল৷ ধৃতের দুটি পাসপোর্টে দু রকম নাম ছিল বলে অভিযোগ৷ একটি পাসপোর্টে তাঁর নাম ছিল খামরিতসাঙ সেটেন গার্মি৷ দ্বিতীয় পাসপোর্টে আবার নাম ছিল সেঙগেনতসাঙ করমা জিমি বলে৷ দুই পাসপোর্টে দু রকম নাম দেখে ওই চিনা নাগরিকের উপরে এসএসবি-র জওয়ানদের সন্দেহ আরও বাড়ে৷ পাশাপাশি ধৃতের হেফাজত থেকে নেপালের জাল পরিচয়পত্র উদ্ধার করেছে এসএসবি। জিজ্ঞাসাবাদেই ওই ব্যক্তি জানান, তিনি আসলে চিনের নাগরিক৷
আটক করার পর ওই চিনা নাগরিককে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় এসএসবি৷ আদালতে পেশ করে তাঁকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ৷ ধৃত জানিয়েছে, এর আগেও বিহারের রক্সৌল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে বৌদ্ধ গয়া, দার্জিলিং, সিকিম গিয়েছিল সে৷ এর পাশাপাশি রাশিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশেও ঘুরেছে ধৃত৷
তাঁর বিরুদ্ধে ফরেনার্স আইনে মামলা করেছে পুলিশ৷ কী উদ্দেশ্যে ওই চিনা নাগরিক পরিচয় ভাঁড়িয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন, তাও জানার চেষ্টা করছে পুলিশ৷
Kolkata,West Bengal
July 29, 2025 10:44 PM IST