India-Myanmar Border: সীমান্তে বিশাল সুড়ঙ্গ উদ্ধার ! যাতায়াত করতে পারে আস্ত ট্রাক, হতবাক সেনা কর্তারাও, কী চলত এখানে?

India-Myanmar Border: সীমান্তে বিশাল সুড়ঙ্গ উদ্ধার ! যাতায়াত করতে পারে আস্ত ট্রাক, হতবাক সেনা কর্তারাও, কী চলত এখানে?

India-Myanmar Border: সীমান্তে বিশাল সুড়ঙ্গ উদ্ধার ! যাতায়াত করতে পারে আস্ত ট্রাক, হতবাক সেনা কর্তারাও, কী চলত এখানে?

অন্য দিকে, অসম ও ত্রিপুরা থেকে ৩২ কেজি মেথামফেটামিন ট্যাবলেট উদ্ধার করেছে ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টিলিজেন্স বা ডিআরআই। এর বাজার মূল্য প্রায় ৩২ কোটি টাকা। দুটি ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন– টাকা জমা দিতে ব্যাঙ্কে গিয়েছিলেন মহিলা, ডিপোজিট স্লিপে যা লিখলেন… মাথা ঘুরে গেল ব্যাঙ্ক ম্যানেজারের

জানা গিয়েছে, গত ১৯ জানুয়ারি অসমের কাছাড় জেলার দ্বারবন্দ বাজার এলাকা থেকে ২৬ কেজি মেথামফেটামিন ট্যাবলেট উদ্ধার হয়। পাচারকারীরা মিজোরামের ভারত-মিয়ানমার সীমান্ত দিয়ে এই মাদক ভারতে নিয়ে আসে। অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসাম রাইফেলস (শিলচর)। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। এমনটাই জানিয়েছে ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টিলিজেন্স।

অর্থ মন্ত্রক একটি বিবৃতিতে বলেছে, “বিশেষভাবে তৈরি সুড়ঙ্গের মধ্যে দিয়ে অশোক লেল্যান্ডের ট্রাকে অবৈধ মাদক পাচার হচ্ছিল। আন্তর্জাতিক বাজারে বাজেয়াপ্ত হওয়া মাদকের দাম প্রায় ২৬ কোটি টাকা।”

আরও পড়ুন– এবছরের কভার ফেস অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার, চোখধাঁধানো রাজকীয় অনুষ্ঠানে প্রকাশ্যে এল FFACE Calendar Edition 11

ত্রিপুরা থেকেও প্রচুর পরিমাণে মাদক উদ্ধার: এরপর ২০ জানুয়ারি ত্রিপুরার রাজধানী আগরতলায় একটি ট্রাক থেকে ৬ কেজি মেথামফেটামিন ট্যাবলেট উদ্ধার করে ডিআরআই। এর বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা। ডিআরআই অফিসাররা জানিয়েছেন, তল্লাশির সময় ট্রাকের ড্যাশবোর্ডের নীচ থেকে মাদক উদ্ধার হয়। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি আর্থিক বছরে ডিআরআই এখনও পর্যন্ত উত্তর-পূর্ব ভারতে মাদক ও অবৈধ দ্রব্য পাচারের ৩৬টি মামলা নথিভুক্ত করেছে। গ্রেফতার করেছে ৭০ জনকে। ধৃতদের মধ্যে ৭ জন মহিলা।

আরও পড়ুন– ‘বিমান ভেঙে পড়লে মা-বাবার আগে আমায় জানাবেন’, কর্মীদের নির্দেশ দিলেন ম্যানেজার! যা দেখে রেগে আগুন নেটিজেনরা

উদ্ধার হওয়া অবৈধ মাদকের মধ্যে রয়েছে ২৩১ কেজি মেথামফেটামিন ট্যাবলেট, ১৬ কেজি হেরোইন, ১,৩৭৫ কেজি গাঁজা (ক্যানাবিস) এবং ৩.৭ কেজি হাইড্রোপনিক উইড। এগুলোর মোট বাজারমূল্য ৩৫৫ কোটি টাকার বেশি। অবৈধ মাদক পাচার এবং পরিবহনের জন্য ব্যবহৃত ৩২টি যানবাহন বাজেয়াপ্ত করেছে ডিআরআই। এর মধ্যে রয়েছে ১৯টি গাড়ি এবং ১৩টি ট্রাক।

বিবৃতিতে আরও বলা হয়েছে যে, উত্তর-পূর্ব ভারতে হাইড্রোপনিক উইড পাচারের নতুন প্রবণতা দেখা যাচ্ছে। হাইড্রোপনিক উইড হল এক ধরণের মারিজুয়ানা যা মাটির পরিবর্তে পুষ্টিকর জলসমৃদ্ধ পরিবেশে চাষ করা হয়।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/

India-Myanmar Border: সীমান্তে বিশাল সুড়ঙ্গ উদ্ধার ! যাতায়াত করতে পারে আস্ত ট্রাক, হতবাক সেনা কর্তারাও, কী চলত এখানে?

Scroll to Top