Last Updated:
India-Bangladesh Border: ২৬ জানুয়ারির আগে বিএসএফের বড় সাফল্য। কী বেরিয়ে মাটির তল থেকে? জানলে চমকে যাবেন
নদিয়া: ভারত বাংলাদেশ সীমান্তে বাগানের ভিতর মাটি খুঁড়ে উদ্ধার হল বাঙ্কার। নদিয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়ায় সীমান্তরক্ষী বাহিনী মাটি খুঁড়ে উদ্ধার করল তিনটি বাঙ্কার। স্বভাবতই ২৬ জানুয়ারির আগে বিএসএফের সাফল্য। এই বাঙ্কার উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মাজদিয়া সুধীর রঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের সামনের সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয় তিনটি বাংকার। তার মধ্য থেকে উদ্ধার হয় লক্ষ লক্ষ বোতল নিষিদ্ধ কাপ সিরাপ।
সীমান্ত রক্ষী বাহিনীর কাছে খবর ছিল যে একটি বাগানের মধ্যে লোহার কয়েকটি বাঙ্কার পুঁতে রাখা রয়েছে। সেই খবর পেয়ে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় সীমান্ত রুক্ষী বাহিনী। নদিয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়া সুধিররঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের সামনের একটি বাগানে ভিতর মাটির নিচে থেকে উদ্ধার করা হয় লোহার তিনটি বাঙ্কার।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
আরও পড়ুন: রোজ এলাচ খাচ্ছেন? সুগারের রোগীদের জন্য ভাল তো? শরীরের বড় ক্ষতি হচ্ছে না তো? জানুন বিশেষজ্ঞর মত
বাঙ্কার খুলতেই বিএসএফের চক্ষু চড়ক গাছ। সেই বাঙ্কার থেকে উদ্ধার হয় লক্ষ লক্ষ বোতল নিষিদ্ধ কাপ সিরাপ। এই সিরাপগুলি পাচারকারীরা বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে জোগাড় করেছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে সীমান্তে নজরদারি বাড়ায় এগুলি পাচার করতে না পেরে মাটির তলায় বাঙ্কারে মজুদ করে রেখেছিল বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। এরপরই ঘটনাস্থলটি সংরক্ষিতভাবে ঘিরে রেখেছে সীমান্তরক্ষী বাহিনী। বাগানের ভিতর আরও তল্লাশি চালাচ্ছে বিএসএফ। স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে সাময়িক আতঙ্কের সৃষ্টি হয় ওই এলাকায়।
Mainak Debnath
Kolkata,West Bengal
January 24, 2025 9:49 PM IST
Bankura News: বাঁকুড়ার জঙ্গলমহলে কিসের থাবা? চরম আতঙ্ক