Last Updated:
India Bangladesh Border: এই ঘটনার সঙ্গে কি কোনওভাবে বাংলাদেশ-যোগ রয়েছে? খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।
মালদহ: রবিবারই তারালী সীমান্ত থেকে ৮ কেজি ৫০০ গ্রাম রূপোর গয়না-সহ গ্রেফতার হয় পাচারকারী। স্বরূপনগরের হাকিমপুর সীমান্তের ঘটনা। এবার নগদ ও চোরাই মোবাইল ফোন উদ্ধার হল মালদহের হবিবপুর ভারত-বাংলাদেশ সীমান্তে।
মালদহের হবিবপুরে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে উদ্ধার হল চোরাই মোবাইল ফোন, নগদ ও বিদেশি মদ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল হবিবপুরের কলাইবাড়ি এলাকায় যৌথ অভিযান চালায় BSF ও পুলিশ।
আরও পড়ুন: বাংলাদেশের ৬৩ ওয়ান্টেড, আর বাংলাদেশ কাদের খুঁজছে? তালিকায় এ কার নাম! অবিশ্বাস্য
দীপঙ্কর মণ্ডল নামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় ৫২টি মোবাইল ফোন, ৫০ হাজার টাকা এবং ২০টি বিদেশি মদের বোতল। এর পিছনে বাংলাদেশ যোগ রয়েছে কি না, খতিয়ে দেখছে হবিবপুর থানার পুলিশ।
আরও পড়ুন: ধরা দিয়েছে বাঘিনী জিনাত, কেমন আছে সে? এবার তাকে কী করা হবে জানেন?
তবে কি এই চোরাই মোবাইল ফোনগুলিই কি চলে যেত জঙ্গিদের হাতে? এর সঙ্গে কি কোনওভাবে বাংলাদেশ-যোগ রয়েছে? খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। অন্যদিকে, জলপাইগুড়ির মালবাজারের ডামডিম এলাকায় তল্লাশি চালিয়ে খোঁজ মিলল আগ্নেয়াস্ত্র, প্রচুর সোনা, মাদকদ্রব্য।
Kolkata,West Bengal
December 29, 2024 10:04 PM IST