India-Bangladesh: ভারত-বাংলাদেশ সম্পর্কের প্রভাব! ফাঁকা পেট্রাপোল, প্রভাব বাণিজ‍্যে

India-Bangladesh: ভারত-বাংলাদেশ সম্পর্কের প্রভাব! ফাঁকা পেট্রাপোল, প্রভাব বাণিজ‍্যে

Last Updated:

India-Bangladesh: বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রভাব পড়ছে ভারত-বাংলাদেশ সম্পর্কেও। আর সেই প্রভাবই লক্ষ্য করা গেল ভারত-বাংলাদেশ সীমান্তের ব্যস্ততম স্থলবন্দর পেট্রাপোলে।

X

India-Bangladesh: ভারত-বাংলাদেশ সম্পর্কের প্রভাব! ফাঁকা পেট্রাপোল, প্রভাব বাণিজ‍্যে

ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতি, প্রভাব পড়ল সীমান্ত বাণিজ্যে!

উত্তর ২৪ পরগনা: বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রভাব পড়ছে ভারত-বাংলাদেশ সম্পর্কেও। আর সেই প্রভাবই লক্ষ্য করা গেল ভারত-বাংলাদেশ সীমান্তের ব্যস্ততম স্থলবন্দর পেট্রাপোলে। কয়েক দিন ধরেই সীমান্তে একটি অস্থিরতার পরিস্থিতি সৃষ্টি হলেও, দেখা গিয়েছিল হাজার হাজার মানুষজন নানা প্রয়োজন এমনকী চিকিৎসা পরিষেবা নিতে ভারতে থাকলেও তারা ফিরে যাচ্ছেন নিজের দেশ বাংলাদেশে।

পাশাপাশি, বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিকরাও ফিরে আসছিলেন ভারতে। তবে সেই চেনা ব্যস্ততার ছবিও যেন এখন অনেকটাই হারিয়েছে। ফলে ফাঁকা পেট্রাপোল সীমান্ত। যার প্রভাব শুধু যাত্রী পারাপার নয়, পড়েছে সীমান্ত বাণিজ্যেও। এক্সপোর্ট ইমপোর্ট বন্ধ না থাকলেও তেমনভাবে গাড়ি যাতায়াত করতে দেখা যায়নি এদিন সকাল থেকেই। মুদ্রা বিনিময় কেন্দ্রগুলির ব্যবসায়ীরাও ফাঁকা বসে রয়েছেন স্টলে। যাত্রী না থাকার কারণে মুদ্রা বিনিময় করতেও পারছেন না বলে জানান তারা।

আরও পড়ুন: ঠিকমতো কথা শোনাই যাচ্ছে না! ফোনের স্পিকারের শব্দ কমে গিয়েছে? সেটিংসেই লুকানো আছে বাড়ানোর উপায়! এখনই জানুন

বর্তমানে বাটা ৬৯ টাকা করে আর বিক্রি ১৪০ টাকা এসে ঠেকেছে বলে জানান। এদিন হাতে গোনা কয়েকজন যাত্রী পারাপার হয়েছে বলেই জানা গিয়েছে। তবে দু’দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যে যাত্রীরাও উদ্বিগ্ন তা বোঝা যাচ্ছে পেট্রাপোল সীমান্তে। ভারত থেকে বাংলাদেশে যাওয়া যাত্রীরা যেমন সে দেশের পরিস্থিতি নিয়ে চিন্তিত পাশাপাশি বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিকরা ফিরেও যেন কিছুটা হলেও স্বস্তির ছাপ তাদের চোখে মুখে।

আরও পড়ুন: পাবলিক টয়লেটে দরজা আর মেঝের মাঝে ফাঁক থাকে কেন বলুন তো? রয়েছে বড় কারণ! জানলে মাথা ঘুরে যাবে

দিন কয়েক ধরেই সীমান্ত বন্ধ হয়ে যাওয়া নিয়ে যে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে তেমন কোনও ঘোষণা সরকারের তরফ থেকে করা হয়নি বলেও এদিন জানিয়ে দেন পেট্রাপোল বন্দরের ক্লিয়ারিং ও ফরওয়ার্ডিং এর সম্পাদক কার্তিক চক্রবর্তী। তবে পরবর্তীতে দু’দেশের সম্পর্ক কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এখন সেদিকেই তাকিয়ে সকলে। তবে যাত্রী পারাপার না থাকায় এখন ক্ষতির সম্মুখীন সীমান্ত এলাকার ব্যবসায়ীরাও।

Rudra Narayan Roy

Scroll to Top